পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সবাই বলছে জিতিয়ে দেব, মনে হচ্ছে জিতে গিয়েছি', কৃষ্ণনগরে ভোট প্রচারে অমৃতা রায় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় এলাকার বাজারে ঘুরে প্রচার করছেন ৷ সবজি বিক্রেতা, ক্রেতা, দোকানদারদের সঙ্গে কথা বলছেন ৷ কেমন সাড়া পাচ্ছেন ?

ETV Bharat
অমৃতা রায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 1:47 PM IST

কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী অমৃতা রায়

কৃষ্ণনগর, 30 মার্চ: "দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এসেছি, তাই প্রতিপক্ষ হিসাবে কাউকে ভাবছি না", নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল-সিপিএমকে গুরুত্বই দিলেন না বিজেপি প্রার্থী অমৃতা রায় ৷ প্রায় রোজ দিনই তাঁকে কৃষ্ণনগরের প্রচার করতে দেখা যাচ্ছে ৷ জনসংযোগ কর্মসূচিতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের পাত্র বাজারে প্রচারে করছিলেন কৃষ্ণনগরের রানিমা ৷ সেখানেই তিনি বিরোধীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন ৷

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের নাম ঘোষণা করে ৷ সেই মতো কিছুদিন আগে থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন প্রাক্তন সাংসদ মহুয়া ৷

এদিন বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাস্তায় নেমে প্রচার করেন ৷ কৃষ্ণনগরের পাত্র বাজারে বিভিন্ন দোকানদার, সবজি বিক্রেতা, ক্রেতাদের সঙ্গে কথা বললেন তিনি ৷ এখানে সাংবাদিকরা অমৃতা রায়কে ঘিরে ধরেন ৷ কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, "মানুষের যা উৎসাহ উদ্দীপনা দেখছি, তাতে আমি খুবই সাহস পেয়েছি ৷ কিছু বলার আগেই সবাই বলছে আপনাকে জিতিয়ে দেব ৷ আমি সবার আশীর্বাদ পাচ্ছি ৷ মনে হচ্ছে, এখনই জিতে গিয়েছি ৷"

বিরোধী সিপিএম-তৃণমূলের প্রসঙ্গে তিনি বলেন, "আমি এখানে প্রতিপক্ষ হিসেবে কাউকেই ভাবছি না ৷ আমি দুর্নীতি সরাতে এগোচ্ছি ৷ আলোয় যেতে চাইছি ৷ এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি কী করে কাকে ভাবব ? আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে ৷ সাধারণ মানুষের পাশে থাকার লড়াই ৷ আমার অন্য কিছু ভাবার দরকার নেই ৷"

সাংসদ হলে কী করবেন অমৃতা রায়? কৃষ্ণনগরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "কৃষ্ণনগরে বেলেডাঙার ওভারব্রিজ করার ইচ্ছে আছে ৷ সেখানে খুব ঘনঘন ট্রেন চলাচলের কারণে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় ৷" এর পাশাপাশি তিনি অঞ্জনা ও জলঙ্গি নদী দুটির কথাও তোলেন ৷ এই নদী দু'টির অবস্থা খুবই খারাপ ৷ সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে এই নদী দু'টিকে সংস্কারের দাবি জানিয়ে এসেছে ৷ বিজেপি প্রার্থী বলেন, "আমি ক্ষমতায় এলে এই কাজগুলিই আমার প্রধান লক্ষ্য থাকবে ৷" অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারও তুঙ্গে ৷ দিনের শেষে কৃষ্ণনগরের উন্নয়নের ভার কার হাতে বর্তাবে, তা জানা যাবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা
  2. 'আবার কৃষ্ণনগরে এলে সরপুরিয়া খেয়ে যাবেন', প্রচারের ফাঁকে ইডি এবং সিবিআইকে কটাক্ষ মহুয়ার
  3. মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি, দোল উদযাপনের মাঝেই জনসংযোগে রাজমাতা অমৃতা

ABOUT THE AUTHOR

...view details