ETV Bharat / state

বেবি'স ডে আউট ! খোলা দরজা পেয়ে সোজা রাস্তায় শিশু, দিনভর হুলস্থুল আসানসোলে - BABYS DAY OUT IN ASANSOL

বাস্তবের বেবি'স ডে আউট ! তা নিয়ে দিনভর হুলস্থুল আসানসোলে ৷ খোলা দরজা পেয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়ল শিশু ৷ কালঘাম ছুটল উদ্বিগ্ন বাবা-মায়ের ৷

ETV BHARAT
বাস্তবের বেবি'স ডে আউট ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

আসানসোল, 9 জানুয়ারি: এ যেন রিল লাইফের বেবি'স ডে আউটের বাস্তব ছবি । সিনেমায় এক শিশুকে নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁছেধিল । একইরকম ভাবে আসানসোলেও এক সাড়ে চার বছরের শিশুকে নিয়ে হইচই পড়ে গেল । রিল আর রিয়েলের পার্থক্য একটাই । ফিল্মে শিশুটিকে অপহরণ করা হয়েছিল । আর বাস্তবে আসানসোলের শিশুটি গেট খুলে নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অজানার উদ্দেশে । ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়িয়ে, কেঁদে-কেটে, দিনভর বাবা-মাকে তুর্কি নাচন নাচানোর পর, অবশেষে ট্রাফিক পুলিশের সৌজন্যে বাড়ি ফিরেছে 'দুষ্টু ছানা'।

আসানসোলে এক দম্পতি তাঁদের তিন সন্তানকে নিয়ে থাকেন । বাড়ির মহিলা রেলে কর্মরত । গতকাল দুপুরে অফিসে গিয়েছিলেন ওই মহিলা ৷ তাঁদের বড় মেয়ে একটি কনভেন্টের ছাত্রী । সে স্কুলে গিয়েছিল । বাড়িতে ছিল সাড়ে চার বছরের ছেলে ও তার বোন । দুই ছেলে-মেয়েকে ঘরে রেখে স্নানে ঢুকেছিলেন বাড়ির কর্তা ৷ কিন্তু স্নান সেরে বেরিয়ে তিনি দেখেন, ছোট মেয়েটি খেলা করছে, তবে তাঁর শিশুপুত্র উধাও । প্রথমে পাড়ায় খোঁজ করেন ৷ না-পেয়ে বাড়ির আশপাশ এমনকি দূরে গিয়েও খোঁজ করা শুরু করেন শিশুটির বাবা । কিন্তু কোথাও ছেলেকে পাওয়া যায়নি । এরপর প্রতিবেশীদের পরামর্শে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে গিয়ে মৌখিক ভাবে বিষয়টি জানান ওই ব্যক্তি ।

দুপুরের পর বেলার দিকে আসানসোল ভগৎ সিং মোড়ে দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়াররা দেখেন, সেখানে একটি মিষ্টির দোকানের পাশে একটি শিশু কাঁদছে এবং তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন । উৎসাহী হয়ে সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে যান এবং আশপাশের লোকজনদের জিজ্ঞেস করে জানতে পারেন যে, শিশুটির সঙ্গে কেউ নেই । অনেকেই অনুমান করে বলেন, স্থানীয় একটি হাসপাতাল রয়েছে, সেখান থেকে হয়তো শিশুটি চলে এসেছে । হাসপাতালে খোঁজ নিয়েও শিশুটির সম্পর্কে কোনও খোঁজখবর পাওয়া যায়নি । অগত্যা তাই ট্রাফিক পোস্টে নিয়ে এসে সেখানেই রাখা হয় শিশুটিকে ।

পরে ট্র্যাফিক পুলিশের চেষ্টায় শিশুটির সঙ্গে কথাবার্তা বলার পর তার বাবা-মায়ের খোঁজ মেলে ৷ আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি রাম অযোধ্যা মিশ্র জানান, "নিজের ডাকনাম ছাড়া আর কিছুই বলতে পারছিল না শিশুটি । কোনওভাবে সে বলতে পারে যে, সে একটি প্লে স্কুলে পড়ে । এরপরে ওই এলাকার সেই প্লে স্কুলে যোগাযোগ করা হয় । শিশুটির ছবি দেখে স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে শিশুটি তাদেরই ছাত্র ৷ স্কুল কর্তৃপক্ষই শিশুটির মায়ের ফোন নম্বর দেয় ।"

অন্যদিকে, তখন দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে শিশুটির পরিবারে । তারা চারিদিকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করেছে । সেই সময় মায়ের ফোনে ফোন করেন ট্রাফিকের ওসি । জানান, শিশুটি তাদের কাছেই রয়েছে । অবশেষে পরিবারে স্বস্তি ফেরে । উপযুক্ত প্রমাণ দিয়ে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান শিশুটির বাবা-মা ।

আশ্চর্যের বিষয়, বাড়ির খোলা দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে একা একাই অনেক দূর চলে গিয়েছিলেন ৷ শিশুটির বাবা জানান, "জিটি রোড ধরে আমার ওইটুকু ছেলে একা হেঁটে গিয়েছে অনেক দূর । সে কথা ভেবেই অবাক লাগছে । আমিও ওই পথেই আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে পুলিশকে জানাতে গিয়েছি । তবু আমার চোখে পড়েনি ।" শিশুটির মা জানান, "বাড়ির গেট খুলেই বেরিয়ে গিয়েছিল আমার ছেলে । ট্রাফিক পুলিশের সহযোগিতায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি । ওদের অনেক কৃতজ্ঞতা ।"

আসানসোল, 9 জানুয়ারি: এ যেন রিল লাইফের বেবি'স ডে আউটের বাস্তব ছবি । সিনেমায় এক শিশুকে নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁছেধিল । একইরকম ভাবে আসানসোলেও এক সাড়ে চার বছরের শিশুকে নিয়ে হইচই পড়ে গেল । রিল আর রিয়েলের পার্থক্য একটাই । ফিল্মে শিশুটিকে অপহরণ করা হয়েছিল । আর বাস্তবে আসানসোলের শিশুটি গেট খুলে নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অজানার উদ্দেশে । ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়িয়ে, কেঁদে-কেটে, দিনভর বাবা-মাকে তুর্কি নাচন নাচানোর পর, অবশেষে ট্রাফিক পুলিশের সৌজন্যে বাড়ি ফিরেছে 'দুষ্টু ছানা'।

আসানসোলে এক দম্পতি তাঁদের তিন সন্তানকে নিয়ে থাকেন । বাড়ির মহিলা রেলে কর্মরত । গতকাল দুপুরে অফিসে গিয়েছিলেন ওই মহিলা ৷ তাঁদের বড় মেয়ে একটি কনভেন্টের ছাত্রী । সে স্কুলে গিয়েছিল । বাড়িতে ছিল সাড়ে চার বছরের ছেলে ও তার বোন । দুই ছেলে-মেয়েকে ঘরে রেখে স্নানে ঢুকেছিলেন বাড়ির কর্তা ৷ কিন্তু স্নান সেরে বেরিয়ে তিনি দেখেন, ছোট মেয়েটি খেলা করছে, তবে তাঁর শিশুপুত্র উধাও । প্রথমে পাড়ায় খোঁজ করেন ৷ না-পেয়ে বাড়ির আশপাশ এমনকি দূরে গিয়েও খোঁজ করা শুরু করেন শিশুটির বাবা । কিন্তু কোথাও ছেলেকে পাওয়া যায়নি । এরপর প্রতিবেশীদের পরামর্শে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে গিয়ে মৌখিক ভাবে বিষয়টি জানান ওই ব্যক্তি ।

দুপুরের পর বেলার দিকে আসানসোল ভগৎ সিং মোড়ে দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়াররা দেখেন, সেখানে একটি মিষ্টির দোকানের পাশে একটি শিশু কাঁদছে এবং তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন । উৎসাহী হয়ে সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে যান এবং আশপাশের লোকজনদের জিজ্ঞেস করে জানতে পারেন যে, শিশুটির সঙ্গে কেউ নেই । অনেকেই অনুমান করে বলেন, স্থানীয় একটি হাসপাতাল রয়েছে, সেখান থেকে হয়তো শিশুটি চলে এসেছে । হাসপাতালে খোঁজ নিয়েও শিশুটির সম্পর্কে কোনও খোঁজখবর পাওয়া যায়নি । অগত্যা তাই ট্রাফিক পোস্টে নিয়ে এসে সেখানেই রাখা হয় শিশুটিকে ।

পরে ট্র্যাফিক পুলিশের চেষ্টায় শিশুটির সঙ্গে কথাবার্তা বলার পর তার বাবা-মায়ের খোঁজ মেলে ৷ আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি রাম অযোধ্যা মিশ্র জানান, "নিজের ডাকনাম ছাড়া আর কিছুই বলতে পারছিল না শিশুটি । কোনওভাবে সে বলতে পারে যে, সে একটি প্লে স্কুলে পড়ে । এরপরে ওই এলাকার সেই প্লে স্কুলে যোগাযোগ করা হয় । শিশুটির ছবি দেখে স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে শিশুটি তাদেরই ছাত্র ৷ স্কুল কর্তৃপক্ষই শিশুটির মায়ের ফোন নম্বর দেয় ।"

অন্যদিকে, তখন দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে শিশুটির পরিবারে । তারা চারিদিকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করেছে । সেই সময় মায়ের ফোনে ফোন করেন ট্রাফিকের ওসি । জানান, শিশুটি তাদের কাছেই রয়েছে । অবশেষে পরিবারে স্বস্তি ফেরে । উপযুক্ত প্রমাণ দিয়ে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান শিশুটির বাবা-মা ।

আশ্চর্যের বিষয়, বাড়ির খোলা দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে একা একাই অনেক দূর চলে গিয়েছিলেন ৷ শিশুটির বাবা জানান, "জিটি রোড ধরে আমার ওইটুকু ছেলে একা হেঁটে গিয়েছে অনেক দূর । সে কথা ভেবেই অবাক লাগছে । আমিও ওই পথেই আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে পুলিশকে জানাতে গিয়েছি । তবু আমার চোখে পড়েনি ।" শিশুটির মা জানান, "বাড়ির গেট খুলেই বেরিয়ে গিয়েছিল আমার ছেলে । ট্রাফিক পুলিশের সহযোগিতায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি । ওদের অনেক কৃতজ্ঞতা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.