কলকাতা, 9 জানুয়ারি: স্বাস্থ্যসাথী কার্ডে উপভোক্তাদের পরিবহণ খরচ কমাল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের বাড়ি ফেরানোর জন্য যে ভাতা দেওয়া হয় তা কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে 200 টাকা করে ভাতা পাবেন রোগীরা।
এতদিন এই খরচ দেওয়া হত 400 থেকে 600 টাকার মধ্যে। কিন্তু এবার একদম নির্দিষ্ট করে দিল স্বাস্থ্য দফতর। যখন স্বাস্থ্যসাথীর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে ছিল, তখন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় আলাদা খরচ ছিল। একই জেলার মধ্যে বাড়ি হলে মিলত 400 টাকা পরিবহণ ভাতা। কিন্তু অন্য জেলায় বাড়ি হলে দেওয়া হত 600 টাকা ভাতা। কিন্তু সেই ব্যবস্থা উঠে গেল এবার। রাজ্যের যে কোনো প্রান্তে বাড়ি হলেও পরিবহণ খরচ দেওয়া হবে 200 টাকা।
তখন থেকেই পরিবহণ ভাতার খরচ কমানো শুরু হয় ৷ পরিবহণ ভাতা হিসেবে রোগী পিছু 400 টাকা করে প্রত্যেকটি হাসপাতালে পাঠাতে থাকে রাজ্য সরকার। এর মধ্যে রোগীরা পেতেন 200 টাকা। 200 টাকা হাসপাতালকে দেওয়া হত। কিন্তু এই বিষয়ে সরকারি কোন স্পষ্ট নির্দেশিকা না-থাকায়, বিভিন্ন হাসপাতালে তরফে স্বাস্থ্য ভবনের কাছে কী করণীয় জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য ভবনের তরফে অফিসিয়ালি সার্কুলার দিয়ে জানানো হল। 6 জানুয়ারি থেকে পাকাপাকিভাবে অতিরিক্ত ট্রান্সপোর্ট ভাতা বন্ধ করছে সরকার। যার অর্থ এবার থেকে বাড়তি টাকা নয়, শুধুমাত্র 200 টাকা করে দেওয়া হবে রোগীদের হাতে বাড়ি যাওয়ার পরিবহণ খরচ হবে।