ওসিকে হুঁশিয়ারি বিজেপি নেতার মহম্মদবাজার , 20 জানুয়ারি: মহম্মদবাজার থানায় ডেপুটেশন দিতে গিয়ে ওসি অরূপকুমার দত্তকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । এমনকী থানার গেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি ৷ পাশাপাশি তৃণমূল নেতাদের হাত-পা গুড়িয়ে দেওয়ার কথাও শোনা গেল এই বিজেপি নেতার গলায় ৷ দলের কর্মীদের সব হিসাব রাখার নিদানও দিয়েছেন ধ্রুব সাহা ।
বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েত দখল নেয় বিজেপি । এই পঞ্চায়েতের প্রধান হলেন মণিমালা দাস । স্থানীয় তৃণমূল নেতা-সহ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে তিনি মহম্মদবাজার থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ৷ কিন্তু গেরুয়া শিবিরের দাবি, পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করে প্রধানের স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । পাশাপাশি প্রধানের বাড়িতে ঘন ঘন হানা দিচ্ছে বলে অভিযোগ ৷
এই মর্মে শুক্রবার মহম্মদবাজার থানা ঘেরাও করে বিজেপি ৷ থানার সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ওসিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি ঝামেলা করতে এলে একটা পুলিশও আপনাকে রক্ষা করতে পারত না ওসি সাহেব ৷ আমি জেল খাটা মাল ৷ জেল ভয় করি না ৷ থানার গেট ভাঙতে আমার দুমিনিটও লাগবে না । ডাইরিতে সব কিছু লিখে রাখছি ৷ বিজেপি কর্মীদের বলব সব নোট রাখুন ৷ আমরা আগামিদিনের শাসক ৷ হিসাব হবে, বিচার হবে ৷ বদলও হবে, বদলাও হবে ।"
এরপরেই তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে ধ্রুব সাহা বলেন, "আমরা এই এলাকায় মানুষের ভোটে তিনটে গ্রাম পঞ্চায়েত দখল করেছি ৷ কোনও ওসি বা বিডিও বিজেপিকে জেতায়নি ৷ তাই প্রধানকে মানতে হবে । কোনও তৃণমূল নেতা গেলে হাত-পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেব ।" এই মন্তব্যের পরে থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতা-সহ কর্মীরা ৷
আরও পড়ুন:
- যুব মোর্চার 'নমো নবমতদাতা সম্মেলন', 25 জানুয়ারি প্রথমবারের ভোটারদের সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দেখানো পথে মন্দির পরিষ্কার অভিযানে বঙ্গ বিজেপি
- বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা