পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির পথে বাধা, কলকাতায় ফিরে রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

6 member BJP Delegation to meet Governor: সন্দেশখালি যাওয়া হল না ৷ কলকাতায় ফিরছেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা ৷ সরাসরি রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির হাই পাওয়ার কমিটি ৷

ETV Bharat
রামপুর থেকে কলকাতায় ফিরে রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির প্রতিনিধি দল

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:52 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি:রামপুর থেকেই ফিরে আসতে হচ্ছে বিজেপির উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে ৷ সূত্রে জানা গিয়েছে, 6 সদস্য়ের ওই কমিটি কলকাতায় ফিরে সোজা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন ৷ সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাঁদের পথ আটকায় ৷ সেই অভিজ্ঞতার কথা রাজ্যপালকে জানাবেন ছয় সদস্যের দল ৷

শুক্রবার সকাল 9টা নাগাদ একটি বেসরকারি হোটেল থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় ওই দল ৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডা গঠিত ওই দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গল, সাংসদ কবিতা পাতিদার, বিজেপি সাংসদ সঙ্গীতা যাদব ও রাজ্যসভা সাংসদ বৃজলাল ৷ এদিন তাঁদের সঙ্গেই ছিলেন দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও ৷

উত্তর 24 পরগনার সন্দেশখালি যেতে রামপুরেই তাঁদের পথ আটকায় পুলিশ ৷ তাদের সঙ্গে ওই দলের সদস্যদের বচসা বাধে ৷ এমনকী ধস্তধস্তিও হয় ৷ পুলিশি বাধার মুখে অগ্নিমিত্রা পল-সহ বাকিরাও রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

পুলিশের সামনেই এই প্রতিনিধি দল রাস্তায় বসেই ভিডিয়ো কলের মাধ্যমে সন্দেশখালির নির্যাতিত কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সমস্যার কথা জানতে চান ৷ কথা ছিল, সন্দেশখালিতে পৌঁছে ওখানকার নিপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলে এবং তা ভিডিয়োগ্রাফি করে রিপোর্ট দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে এই প্রতিনিধি দল ৷

এদিকে আজ তাঁদের ধামাখালির পথে রামপুরের কাছে পুলিশি বাধার মুখে পড়তে হয় ৷ দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "এতে পরিষ্কার বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার কতটা ভয় পেয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রীদের সন্দেশখালি যেতে দেওয়া হচ্ছে না ৷ 144 ধারা জারি করে রেখেছে ৷ আমরা বললাম, 5 জন সদস্য যাব, কিন্তু আমাদের যেতে দিল না ৷ তারপর আমরা বললাম, শুধু 2 জন মন্ত্রীকে যেতে দেওয়া হোক ৷ তাও পুলিশ অনুমতি দিল না ৷ পুলিশকে কড়া নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে, বিজেপির প্রতিনিধি দল এলে তাদের যেন সন্দেশখালি যেতে দেওয়া না-হয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কী হচ্ছে ৷ পশ্চিমবঙ্গ জ্বলছে ৷" গতকাল এখানেই আটকে দেওয়া হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ৷ তারপর তিনি সেখানেই বসে পড়েন ৷ বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের যেতে দেওয়া না-হলে তাঁরা কলকাতার পথে রওনা দেন ৷ এই দলের দুই সদস্য কেন্দ্রীয় মহিলা এবং তিন জন মহিলা সাংসদ ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পথে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং দলকে আটকে দিল পুলিশ
  2. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  3. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details