পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়গপুরে বিজেপি কর্মী খুন, আইসি-এসপিকে গ্রেফতারির হুঁশিয়ারি হিরণের - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: খড়গপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণন্ময় চট্টোপাধ্যায় ৷ সেখানে গিয়ে জেলার পুলিশ সুপার ও স্থানীয় থানার আইসি-কে সিবিআইকে দিয়ে গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 8:02 PM IST

খড়গপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে হিরণন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)

খড়গপুর, 24 মার্চ: খড়গপুরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার আইসি ও জেলার পুলিশ সুপারকে সিবিআইকে দিয়ে গ্রেফতার করানোর হুঁশিয়ারি দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ৷ রবিবার নিহত বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের (32) বাড়িতে যান খড়গপুর সদরের বিধায়ক ৷ সেখান থেকেই পুলিশ সুপার এবং খড়গপুর থানার আইসিকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন হিরণ ৷ পাশাপাশি, এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করার কথাও বলতে শোনা গেল তাঁকে ৷

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই গত শুক্রবার রাতে খড়গপুরে বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় একটি চাষের জমির পাশে ৷ সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ তারই মধ্যে রবিবার নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান এলাকার বিধায়ক তথা ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ ৷ সেখানে মৃতের পরিবারকে সুবিচারের আশ্বাস দেন তিনি ৷ প্রয়োজনে হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন ৷

এর পাশাপাশি, এই ঘটনায় খড়গপুর থানার আইসি ও জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের মামলা রুজু না করার অভিযোগ তুলেছেন তিনি ৷ তা নিয়ে হিরণের হুঁশিয়ারি, সিবিআইকে দিয়ে আইসি ও পুলিশ সুপারকে গ্রেফতার করাবেন ৷ উল্লেখ্য, 22 মার্চ দুপুরে বাড়ি থেকে বের হন শান্তনু ঘোড়ুই ৷ বাড়িতে বলে যান, কাজে বেরোচ্ছেন ৷ কিন্তু, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি ফেরেননি তিনি ৷

দীর্ঘক্ষণ খোঁজাখুজি করার পর, রাত 10টা নাগাদ খড়গপুর থানায় অভিযোগ দায়ের করতে যান পরিবারের সদস্যরা ৷ তখনই খবর আসে একটি চাষের জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় শান্তনুর দেহ পড়ে আছে ৷ এরপর বাড়ির লোক ঘটনাস্থলে গিয়ে দেখেন শান্তনুর নাক-মুখ থেকে শুরু করে শরীরের বিভিন্ অংশে রক্তে ভেসে যাচ্ছে ৷ এই ঘটনায় পরবর্তী সময়ে বাড়ির লোকজন খড়গপুর থানায় কয়েকজনের নামে অভিযোগ লেখাতে যান ৷ কিন্তু, পুলিশ তাঁদের অভিযোগ না নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখে ৷ এরপর হিরণ থানায় পৌঁছাতেই পুলিশ এফআইআর দায়ের করে ৷ এদিন হিরণ মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে শান্তনু ঘোড়ুইয়ের মা হিরণের পা ধরে ছেলের মৃত্যুর সুবিচারের দাবি জানাতে থাকেন ৷ তখনই হিরণ প্রতিশ্রুতি দেন, দ্রুত এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে আবেদন করবেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ডেবরায় ভাঙল দেবের প্রচার মঞ্চের একাংশ, দুর্ঘটনা থেকে রেহাই সাংসদের
  2. প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'

ABOUT THE AUTHOR

...view details