পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি - শেখ শাহজাহান এখনও ফেরার

Sandeshkhali Incident: সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের তদন্ত করতে উচ্চস্তরীয় কমিটি গঠন করল বিজেপি ৷ এই কমিটির সদস্যরা সন্দেশখালিতে এসে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে ৷

ETV Bharat
সন্দেশখালি নিয়ে বিজেপির তদন্ত কমিটি

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 6:53 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: রাজ্যের আইন ও শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ সন্দেশখালি নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য ৷ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহান এখনও ফেরার ৷ এবার বিক্ষুব্ধ গ্রামবাসীরা সরাসরি আন্দোলনে নেমেছে ৷ গ্রামের মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ সন্দেশখালি ঘটনায় মহিলাদের উপর যে অত্যাচার চলেছে এবার সেই বিষয় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ বৃহস্পতিবার মধ্যরাতে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজেপি ৷

বুধবার সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই অবস্থায় বিজেপি সভাপতি নাড্ডা একটি ছ'সদস্যের উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন ৷ সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার নিয়ে বিজেপি'র সর্বভারতীয় সভাপতি নাড্ডা বলেন, "রাজ্য সরকার বোবা, সব দেখছে ৷ সন্দেশখালির ঘটনাক্রমে মহিলাদের উপর যে অত্যাচারের ছবি প্রকাশ্যে এসেছে, তাতে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে ৷"

পাশাপাশি সন্দেশখালিতে মহিলাদের উপর যে যৌন নিপীড়ন, তাঁদের অত্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা করেন নাড্ডা। মহিলাদের উপর অত্যাচারকে তিনি 'হৃদয় বিদারক' বলে উল্লেখ করেন ৷ তাই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে একটি উচ্চস্তরের সমিতি গঠন করলেন তিনি ৷ ছয় সদস্যের এই দল ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাঁদের রিপোর্ট কেন্দ্রকে জমা দেবে ৷ এই উচ্চস্তরীয় কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গাল, সাংসদ কবিতা পতিদার, সাংসদ সঙ্গীতা যাদব এবং উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ ব্রিজ লাল। তবে ঠিক কবে তাঁরা রাজ্যে আসবেন, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. আন্দোলন থেকে পালাতেই শুয়ে পড়েছেন, সুকান্তর অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ কুণালের
  2. নতুন করে 144 ধারা জারি সন্দেশখালি 2 নম্বর ব্লকের নির্দিষ্ট কিছু জায়গায়
  3. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের

ABOUT THE AUTHOR

...view details