কলকাতা, 8 নভেম্বর: মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে অবিলম্বে সেন্সর করা হোক। শুক্রবার এই দাবি জানিয়ে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেপুটেশন জমা দিল।
সম্প্রতি ফিরহাদ হাকিম বিজেপি নেত্রী রেখা পাত্রকে উদ্যেশ্য করে কটূক্তি করেন। আর তারপরই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আর এবার ফিরহাদকে সেন্সর করার দাবি তুলল বিজেপি। এই মর্মে একটি ডেপুটেশন জমা দেন বিজেপি নেতা শিশির বাজোড়িয়া।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেপুটেশন বিজেপির (ইটিভি ভারত) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি নেত্রীকে 'হেরো মাল' বলছেন। তিনি একজন মানুষকে ছোট করছেন। এটা একপ্রকার গালাগালি। ফিরহাদ প্রতেকটি নির্বাচনে বিতর্কিত মন্তব্য করেন। একবার মিনি পাকিস্তান বলেছিলেন। মন্ত্রী ফিরহাদ হাকিমকে সেন্সর করতে হবে।"
পাশাপাশি এদিন বিজেপি আরও দাবি করে, গত লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে সরানো হলেও উনি কিন্তু নিজের জায়গা ছেড়ে যাননি। কিন্তু নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাও গ্রহণ করেনি। তাই আবার তাঁকে সরানোর দাবি জানানো হয়েছে।
এছাড়াও বিজেপি নেতার আরও অভিযোগ, নৈহাটি ও হাড়োয়ায় গণনাকেন্দ্র এমন জায়গায় করা হচ্ছে যেখানে বিজেপি প্রবেশ করতেই পারবে না ৷ গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল বুঝতে পেরে গিয়েছে মানুষ তাদের সঙ্গে নেই। তারা চুরি না করলে জিততেই পারবে না। আর তাই এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, হাড়োয়া,বসিরহাট-সহ রাজ্যের 6 কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী 13 নভেম্বর। বুধবার অর্থাৎ 6 তারিখ হাড়োয়ায় প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের উদ্দেশে এমন মন্তব্যে করে বসেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ৷