ভাটপাড়া, 28 অগস্ট: গুলি, বোমাবাজি আর ভাটপাড়া । এই শব্দগুলো যেন এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে । আর তা স্পষ্ট হল বনধের দিনেও ।বন্দুক তাক করে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াংঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ উঠল বুধবার । অল্পের জন্য প্রিয়াংঙ্কু বেঁচে গেলেও গুলি কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে তাঁর গাড়ির চালকের । তবে গুলিবিদ্ধ হয়েছেন ওই গাড়িতেই থাকা রবি সিং নামে এক বিজেপি কর্মী । এমনটাই দাবি প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের । তাঁর আরও দাবি, গাড়ি লক্ষ্য করে অন্তত ছ'রাউন্ড গুলি চালানো হয়েছে । যদিও এ নিয়ে এখনও পর্যন্ত শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভা এলাকার বাড়ি থেকে বনধের সকালে গাড়ি নিয়ে কাঁকিনাড়ার দিকে যাচ্ছিলেন প্রিয়াংঙ্কু পাণ্ডে । চালকের ঠিক পাশের আসনেই বসেছিলেন তিনি । পিছনের সিটে ছিলেন তাঁর ঘনিষ্ঠ দলীয় কর্মী রবি সিং। ঘোষপাড়া রোড ধরে যাওয়া সময় প্রিয়াংঙ্কু লক্ষ্য করেন রাস্তার ঠিক মাঝখানে পৌরসভার ময়লা তোলার গাড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে । যার ফলে তাঁর গাড়ি সেখান থেকে এগোতে পারছিল না বলে অভিযোগ । সেই সময় রাস্তার ঠিক উলটো দিকে জড়ো হয়েছিলেন কয়েকজন যুবক । তাঁদের মধ্যে থেকেই একজন আচমকা বন্দুক বের করে পরপর গুলি ছুড়তে শুরু করে গাড়ি লক্ষ্য করে । সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসা থাকা গাড়ির চালক মাথা নিচু করে দিচ্ছেন । উলটো দিক থেকে এক যুবক পরপর গুলি চালাচ্ছে গাড়ির দিকে লক্ষ্য করে ।