পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামনবমীর মিছিলে বাজিমাত বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের - Ram Navami 2024

Ram Navami Rally: রামনবমীকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে মিছিলের আয়োজন করেছিল শাসক ও বিরোধী দু'পক্ষই ৷ নির্বাচনের আগে মিছিলে নজর কাড়লেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ৷

Etv Bharat
রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 6:31 PM IST

রামনবমীর মিছিল

জলপাইগুড়ি, 17 এপ্রিল: রামনবমীর মিছিলে শেষ প্রচারে বাজিমাত করলেন বিজেপি প্রার্থী চিকিৎসক জয়ন্ত কুমার রায়। মিছিলকে কেন্দ্র করে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থীর মিছিলে স্তব্ধ জলপাইগুড়ি।

বিজেপি প্রার্থী তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায় বলেন, "রামনবমীর দিন রামের আবির্ভাব দিবসে মানুষের উন্মাদনা সারা দেশ জুড়েই। আমিও রামনবমীর শোভাযাত্রায় পা মেলালাম। সকাল থেকে তেমন কোনও প্রচার ছিল না। রামনবমীর মিছিলেই এলাম। প্রচারের কাজে এই মিছিল নয়। একজন রাম ভক্ত হিসেবে এলাম। আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসেন। আমাকে অনেকেই অভ্যর্থনা জানালেন। এটাই কাম্য।" এই মিছিলের সঙ্গে ভোটের কোনও বিষয় নেই বলে জানান ডা: জয়ন্ত কুমার রায়।

এদিন রামনবমীর মিছিলটি শুরু হয় দিশারি ক্লাবের সামনে থেকে। মিছিলটি শুরু হবার পর কেরানী পাড়া এলাকা থেকে মিছিলে রাম ভক্তদের নমস্কার করেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায়। মিছিলে থাকা ভক্তদের অনেকেই জয়ন্ত রায়কে অভিবাদন জানান। কোলাকুলি করেন। এরপর জয়ন্ত কুমার রায় ধীরে ধীরে রামনবমীর মিছিলে পা মেলান। তারপর বিজেপি জেলা নেতাদের সঙ্গে নিয়ে মাথায় রামের ফেট্টি জড়িয়ে মিছিলে হাঁটেন।

উল্লেখ্য, জলপাইগুড়িতে অশান্তি এড়াতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বিরাট পুলিশ বাহিনী নিয়ে মিছিলের নিরাপত্তা দেন ৷ শুধু তাই নয়, এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি শহরের দিনবাজার-সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়। এদিন দিশারি ক্লাবের সামনে থেকে বেগুনটারি, দিনবাজার থেকে মার্চেন্ট রোড থানা মোড়, ডিবিসি রোড হয়ে গোটা শহর পরিক্রমা ফের দিশারি ক্লাবে গিয়ে শেষ হয় মিছিল।

ABOUT THE AUTHOR

...view details