ঘাটাল, 25 মে: শনিবার ভোটের শুরু থেকেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রথমে আনন্দপুরের ষোলাডিহা, পরে কেশপুরের মুগবাসানে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা। এমনকী ভোটের দিন হিরণকে 100 দিনের টাকা চেয়েও বিক্ষোভ দেখানো হয়। এর পাশাপাশি রাস্তায় বসে, খড়ের গাদায় আগুন জ্বেলে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলেও অভিযোগ বিজেপির। যদিও শেষে রণে ভঙ্গ দিয়ে মুগবাসান থেকে কেশপুরের দিকে চলে যান হিরণ। আর এই ঘটনায় হিরণের কটাক্ষ, "এটা পাকিস্তানের সন্ত্রাসবাদী এলাকায় প্রবেশ করেছি আমরা।"
যখন একদিকে একের পর এক জায়গায় বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল, তখন অন্যদিকে সেভাবে ঘুরতেই দেখা গেল না তৃণমূল প্রার্থী দেবকে ৷ পালটা হিরণকে কটাক্ষ করে দেব বলেন, "হিরণ অভিনয় করছেন ৷ গতকাল রাতেও কেশপুরে ও টাকা নিয়ে ঘুরেছে ৷ পুলিশকে বলেছি প্রার্থী এত রাতে কেন ঘুরছেন দেখতে ৷" কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় রয়েছে বলে হিরণের অভিযোগের পালটা দেব বলেন, "শুভেন্দু অধিকারী এর ভালো উত্তর দিতে পারবেন ৷" এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা সিআরপিএফের ডিআইজি ডিএস গ্রেওয়াল বলেন, "আমরা ঘটনাস্থলে রয়েছি ৷ সব বিষয়ের উপর আমরা নজর রেখেছি ৷"