পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তেজনা বাগদায়, অভিযোগ অস্বীকার তৃণমূলের - BAGDAH BYPOLLS - BAGDAH BYPOLLS

BYE ELECTION IN BAGDAH: বাগদায় বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের উপর হামলা ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের ৷

BYE ELECTION ON BAGDAH
বিজেপি প্রার্থীর উপর হামলা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 2:58 PM IST

বাগদা, 10 জুলাই:উপনির্বাচনে উত্তেজনা বাগদায় ৷বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর ঘিরে অশান্তি বাগদার গাদপুকুরিয়ায়। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও ৷ বুধবার উপনির্বাচন চলাকালীন গাদপুকুরিয়ার 188 নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস ৷ অভিযোগ, সেই সময়েই তাঁর উপর চড়াও হন তৃণমূল সমর্থকরা ৷

বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ বাগদায় (ইটিভি ভারত)

বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের কাছে খবর আসে গাদপুকুরিয়া 188 নম্বর বুথে ব্যাপক ছাপ্পা ভোট চলছে ৷ খবর পেয়ে বিজেপি প্রার্থী ওই বুথে যান পরিস্থিতি খতিয়ে দেখতে ৷ সেখানে তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে যান ৷ অভিযোগ, তখনই কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা তাঁকে বুথ থেকে বের করে দেন। এরপর ওই বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের সঙ্গে কথার সময় একদল তৃণমূল সমর্থক লাঠি নিয়ে তাঁর উপর হামলা করে বলে অভিযোগ করেন । বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গেই, বাগদা বিধানসভা নির্বাচন কেন্দ্রের প্রার্থী বিনয় বিশ্বাস বলেন, "আমি জানতে পারি 188 নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে ৷ পরিস্থতি দেখতে আমি সেখানে যাই ৷ তখনই আমার উপর বেশ কয়েকজন হামলা চালায় ৷ তারা সকলেই জয় বাংলা স্লোগান দিচ্ছিল ৷"

যদিও বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছে বনগাঁ সাংগাঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ৷ সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "কিছু লোককে নিয়ে ছাপ্পা দিতে গিয়েছিল বিজেপি প্রার্থী । এলাকার মানুষ প্রতিবাদ করে সেখান থেকে বের করে দিয়েছে ।"

মঙ্গলবার উপনির্বাচন চলছে মানিকতলা, রায়গঞ্জ, রাণাঘাট ও বাগদা বিধানসভায় ৷ ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয় ৷ বাগদায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছে পদ্ম শিবির ৷ এই অভিযোগের পরই বিজেপি প্রার্থী ওই বুথে গেলে উত্তেজনার সৃষ্টি হয় ৷

ABOUT THE AUTHOR

...view details