পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার পুরসভার, অভিযোগ বিজেপির - Evacuation Operation in Bolpur

Evacuation Operation in Bolpur: জবরদখল সরাতে উচ্ছেদ অভিযান চলছে বোলপুর পুরসভা এলাকায় ৷ সেই অভিযানে শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও দেখা যায় ৷ ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যে থেকে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কেন উচ্ছেদ অভিযানে ব্যবহার করা হচ্ছে, প্রশ্ন তুলল বিজেপি ৷

Evacuation Operation in Bolpur
বোলপুরে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 3:08 PM IST

Updated : Jun 28, 2024, 4:00 PM IST

বোলপুর, 28 জুন: উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ উঠল বোলপুর পুরসভার বিরুদ্ধে । তাছাড়া 24 ঘণ্টার নোটিশও না দিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহরে উচ্ছেদ চলছে বলে অভিযোগ । বুলডোজার দিয়ে সেই উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে দেখা গেল, যা নিয়ে উঠছে প্রশ্ন ৷

বোলপুরে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার পুরসভার, অভিযোগ বিজেপির (ইটিভি ভারত)

বিজেপির অভিযোগ, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেনি পুলিশ । অনৈতিক উচ্ছেদের সময় ব্যবহার করা হচ্ছে ৷ বিজেপির উদ্বাস্তু মোর্চার জেলা সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, "ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে । সেই বাহিনীকে বেআইনি উচ্ছেদে ব্যবহার করছে । এটা অন্যায় ৷ অথচ, ভোট পরবর্তী হিংসা চলছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছে না ।"

বোলপুরে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ শুক্রবার৷ (নিজস্ব চিত্র)

সদ্য প্রশাসনিক বৈঠকে ফুটপাত, সরকারি জায়গা জবরদখল নিয়ে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জবরদখল মুক্ত করার নির্দেশ দেন তিনি ৷ তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় উচ্ছেদ অভিযান ৷ তবে, হঠাৎ করে উচ্ছেদের নামে তাণ্ডব নিয়ে দিকে দিকে ক্ষোভও উগরে দেন মানুষজন ৷

একই ভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর বোলপুরেও দু’দিন ধরে চলছে উচ্ছেদ অভিযান ৷ শুক্রবারও দু’টি বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকেরা । এই উচ্ছেদ অনৈতিক ও বেআইনি বলে অভিযোগ । কারণ, 24 ঘণ্টারও নোটিশ না দিয়েই কিভাবে এই উচ্ছেদ চলতে পারে, এই নিয়ে বিক্ষোভও দেখান ব্যবসায়ীরা ৷

বোলপুরে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ শুক্রবার৷ (নিজস্ব চিত্র)

তবে, এ দিনের উচ্ছেদে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ব্যবহার করতে ৷ পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উচ্ছেদ অভিযানে বেরিয়েছেন ৷ যা নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ ভোটের ফল প্রকাশ পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেখানে কিভাবে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, তা নিয়েই প্রশ্ন উঠেছে । যদিও, এই নিয়ে কোন মন্তব্য করতে চাইছেন না প্রশাসনের কেউই ।

তবে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমি ঘটনাস্থলে ছিলাম না । তবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি ।"

Last Updated : Jun 28, 2024, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details