কলকাতা, 24 মার্চ: প্যারি মোহন রায় রোড, চেতলা। কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের পাড়া। সেখানে রবিবার সাত সকলে প্রচার সারলেন সিপিআই (এম) প্রার্থী সায়রা শাহ হালিম। আর তাঁর সমর্থনে প্রচারে হাজির প্রাক্তন মহানাগরিক বিকাশরঞ্জন ভট্টাচার্য।
প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় এলাকায় চষে বেড়াচ্ছেন সিপিএম প্রার্থী সায়রা হালিম। আজ রবিবারের সাত সকালে তাঁর সমর্থনে প্রচার হল চেতলা এলাকায়। হাজির ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। ববির গড় চেতলায় প্রচারে এসে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব থেকে দুর্নীতি নিয়ে আক্রমণ শানালেন কলকাতার প্রাক্তন মেয়র ও সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লোকসভা ভোটের প্রচার হলেও ববির পাড়ায় বিকাশের মুখে উঠে এল সারদা, নারদকাণ্ড থেকে গার্ডেনরিচ বিপর্যয়ের কথা।
উঠে এল তৃণমূলের বন্ড নিয়ে সাফাই দেওয়া নিয়ে চরম কটাক্ষ। এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "বিদ্যুতের দাম এত বেশি এখানে এখন কারণ বুঝতে পারছ? কোটি কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে কোন সংস্থা টাকা দিয়েছে। একইভাবে আমরা অসহায়, ওষুধ আমাদের কিনে খেতে হয়। সেই ওষুধের এত দাম বেড়েছে কেন। এখানে দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গিয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীরা। বেআইনি নির্মাণ শহরজুড়ে। তৃণমূল জমানায় বিদ্যুৎ গতিতে হয়েছে। কোটি কোটি টাকা আয় করছে তৃণমূল কাউন্সিলর থেকে প্রোমোটার। গার্ডেনরিচ তার বড় উদাহরণ।
তাঁর আরও সংযোজন, "12টা প্রাণ চলে গেল এর দায় মেয়রের নেওয়া উচিত। অপদার্থের মতো বাম আমলের কথা বলছেন। তাই মানুষ মানুষের মতো বাঁচতে চাইলে, ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে কাজ করতে চাইলে, একমাত্র পথ হল বামপন্থীদের ভোট দেওয়া।" প্রসঙ্গত এদিন রাখাল দাস ব্যানার্জি রোড, প্যারি মোহন রোড, চেতল বাজার এলাকা প্রার্থী পরিক্রমা করেন। বাজারের কাছে সংক্ষিপ্ত পথসভা করেন। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে দিয়েই সিপিএম প্রার্থী হুড খোলা গাড়িতে হাতজোড় করে ভোট প্রার্থনা করতে করতে এগিয়ে যান।
আরও পড়ুন:
- মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা
- বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল, আন্নামালাই
- বড়ফুলে ভোট দিলে আমি অভিযোগ শুনতে আসব না, ভোটারদের 'হুমকি' সুজাতার