পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গে ফিরেছে শীতের আমেজ, সপ্তাহান্তে ফের পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানি - WEST BENGAL WEATHER UPDATE

নতুন বছরের শুরুতে কিছুটা হলেও ছন্দে ফিরেছে শীত। দু-একদিন রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমবে। কিন্তু, সপ্তাহান্তে রাজ্যজুড়ে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস মিলেছে ৷

WEST BENGAL WEATHER UPDATE
শীতের আমেজ রাজ্য়জুড়ে (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 7:45 AM IST

কলকাতা, 2 জানুয়ারি:ঝঞ্ঝা কাঁটায় জেরবার শীতের অবাধ গতি। শুরুটা দারুণ করেও বাধাপ্রাপ্ত শীতের দাপুটে ইনিংস। বছরের প্রথম দিন বুধবার শীতের আমেজ বঙ্গে ফিরেছে। আগামী কয়েকদিন ধরে তা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে চলতি সপ্তাহের শেষ দিকে ফের পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। কারণ, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকতে চলেছে। এর পিছু পিছু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কাতেই ফের বাধা পাবে উত্তর দিক থেকে ছুটে আসা ঠান্ডা বাতাস। এর জেরে বঙ্গের শীত ফের ধাক্কা খাবে।

হাওয়া অফিস বলছে, নতুন বছরের প্রথম সপ্তাহে রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আগামী 24 ঘণ্টায় সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। তারপরে আর বিশেষ কিছু পরিবর্তন থাকবে না।

আগামী 4-5 তারিখ থেকে ফের রাজ্যজুড়ে বাড়তে পারে তাপমাত্রা। পুরুলিয়া বাদে আর কোথাও ঠান্ডার দাপট নেই। গৌড়বঙ্গের জেলাগুলিতে শীত এবার নিস্তেজ। তবে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইয়ে জেলাগুলিতে শীতের দাপট রয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 9 থেকে 11 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দার্জিলিংয়ের তাপমাত্রা 5 ডিগ্রির আশেপাশে।

আগামী ক'দিন এই আবহ পাহাড়ে চলবে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 61 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details