কলকাতা, 1 অক্টোবর: আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। তাঁদের তরফে 10 দফা দাবি রাখা হয়েছে রাজ্য সরকারের কাছে ৷ যতদিন না সেই দাবি পূরণ হচ্ছে, ততদিন তাঁদের এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে ।
সোমবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করার পর এমনই সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। এর আগে 42 দিন ধরে তাঁদের কর্ম বিরতি চলছিল। গত 19 অগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ আজ থেকে ফের শুরু হল পূর্ণ কর্মবিরতি।
ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা (নিজস্ব চিত্র) রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই 10 দফা দাবির কথা জানিয়ে ইমেল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে । 10 দফা দাবির মধ্যে রয়েছে হাসপাতালে চিকিৎসক ও নার্স ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তার কথা । পাশাপাশি ওই দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিবের পদত্যাগ, ছাত্র সংসদ নির্বাচন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টে দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদের সাসপেন্ড ৷
জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি (নিজস্ব চিত্র) এছাড়াও তাঁদের দাবিতে রোগী নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই বিষয়ে জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, "26 সেপ্টেম্বর অপূর্ণ দাবিগুলি জানিয়ে এবং 29 সেপ্টেম্বরে সরকারের লিখিত ডিরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্যসচিবকে দু'বার ইমেল করা হয়েছে ৷ দু'টি ইমেলে মুখ্যসচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব-সহ স্টেট টাস্ক ফোর্সের মিটিংয়ের আহ্বান করার অনুরোধও জানানো হয়েছিল । কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, রাজ্য সরকার মিটিং ডাকা তো দূরঅস্ত, আমাদের চিঠি দু'টির কোনও উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেনি । 9 অগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কী পাওয়া গেল? যেই CCTV-কে রাজ্য সরকার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই CCTV কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26 শতাংশ লাগানো হয়েছে এই 50 দিন ধরে ।"