পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট, জেনে নিন অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সঠিক সময় - DURGA PUJA 2024

প্রকাশিত হল বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট ৷ অষ্টমী-নবমী একদিনে হলেও মঠে চারদিন ধরেই পুজো ৷ জেনে নিন অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সঠিক সময় ৷

Durga Puja Time table
প্রকাশিত হল বেলুড় মঠের দেবী আরাধনার নির্ঘণ্ট (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 7:07 PM IST

Updated : Aug 18, 2024, 9:26 PM IST

হাওড়া, 18 অগস্ট:দু’মাসেরও কম সময় বাকি দুর্গাপুজোর ৷ রবিবার ভক্তদের জন্য বেলুড় মঠ থেকে প্রকাশ করা হল 2024 সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট ৷ প্রথা অনুসারে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বেলুড় মঠে দেবীর কাঠামোপুজোর মধ্যে দিয়ে সূচনা হয় শারদোৎসবের ৷ এর মধ্যে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ নির্মাণের কাজও ৷

  • দুর্গাপুজোর নির্ঘণ্ট 2024

বৈদিক প্রথা মেনে দুর্গাপুজো ও কুমারী পুজো অনুষ্ঠিত হয় বেলুড় মঠে ৷ মঠের তরফে জানানো হয়েছে আগামী 24, 25 ও 26 আশ্বিন 1431 (10, 11 ও 12 অক্টোবর 2024; বৃহস্পতি, শুক্র ও শনিবার) বেলুড় মঠে শ্রীশ্রীদুর্গাপূজা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অনুষ্ঠিত হবে ৷

  • 24 আশ্বিন অর্থাৎ 10 অক্টোবর, বৃহস্পতিবার, মহাসপ্তমী ৷ ভোর 5টা 30মিনিটে পূজা আরম্ভ হবে ৷
  • 25 আশ্বিন অর্থাৎ 11 অক্টোবর, শুক্রবার, ভোর 5টা 30মিনিট থেকে মহাষ্টমীর পুজো শুরু । ওই দিনই সকাল 9টায় কুমারী পুজো অনুষ্ঠিত হবে ৷ এরপর বেলা 11টা 43মিনিট থেকে 12টা 31 মিনিট পর্যন্ত সন্ধিপুজো অনুষ্ঠিত হবে ৷
  • 26 আশ্বিন অর্থাৎ 12 অক্টোবর, শনিবার মহানবমীর পুজো ভোর 5টা 30মিনিটে শুরু হবে ৷ এরপর ওইদিনই সকাল 9টা 45 মিনিটে হোম অনুষ্ঠান সম্পন্ন করা হবে ৷
  • 27 আশ্বিন অর্থাৎ 13 অক্টোবর, রবিবার বিজয়া দশমী ৷
বেলুড় মঠের দুর্গাপুজোর সময়সূচি (নিজস্ব চিত্র)

বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছে মাতৃ আরাধনার এই তিনদিন আগত ভক্ত ও দর্শকরা দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন ৷ এছাড়া ওই তিনদিন ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর সন্ধ্যারতি সম্পন্ন করা হবে ৷ বেলুড় মঠের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সব ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ পাশাপাশি ভক্তদের থেকে ই-মেল আইডিও চাওয়া হয়েছে ।

যে সব ব্য়ক্তি পুজোয় প্রণামী পাঠাতে চান তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর-সহ প্যান কার্ড, আধার কার্ড অথবা ভোটার কার্ডের যে কোনও একটি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে ৷ এছাড়াও চেক অথবা ডিমান্ড ড্রাফ্ট পাঠানো হলে তাতে অবশ্যই 'রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ' কথাটি উল্লেখ রাখতে হবে ৷ ডাক, রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো চিঠির সঙ্গে অর্থ না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে মঠের পক্ষ থেকে ৷

ডাক বিভাগের ইএমও পদ্ধতিতে অর্থ পাঠালে তা কি ধরণের প্রণামীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে তা 'পে ইন স্লিপ' ফর্মে স্বাক্ষরকারী ব্যক্তির স্বাক্ষরের উপর বিস্তারিত লিখে জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়াও https://donations.burmath.org-তে অনলাইনে প্রণামী পাঠাতে পারবেন ভক্তরা ৷

Last Updated : Aug 18, 2024, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details