হাওড়া, 18 অগস্ট:দু’মাসেরও কম সময় বাকি দুর্গাপুজোর ৷ রবিবার ভক্তদের জন্য বেলুড় মঠ থেকে প্রকাশ করা হল 2024 সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট ৷ প্রথা অনুসারে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বেলুড় মঠে দেবীর কাঠামোপুজোর মধ্যে দিয়ে সূচনা হয় শারদোৎসবের ৷ এর মধ্যে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ নির্মাণের কাজও ৷
- দুর্গাপুজোর নির্ঘণ্ট 2024
বৈদিক প্রথা মেনে দুর্গাপুজো ও কুমারী পুজো অনুষ্ঠিত হয় বেলুড় মঠে ৷ মঠের তরফে জানানো হয়েছে আগামী 24, 25 ও 26 আশ্বিন 1431 (10, 11 ও 12 অক্টোবর 2024; বৃহস্পতি, শুক্র ও শনিবার) বেলুড় মঠে শ্রীশ্রীদুর্গাপূজা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অনুষ্ঠিত হবে ৷
- 24 আশ্বিন অর্থাৎ 10 অক্টোবর, বৃহস্পতিবার, মহাসপ্তমী ৷ ভোর 5টা 30মিনিটে পূজা আরম্ভ হবে ৷
- 25 আশ্বিন অর্থাৎ 11 অক্টোবর, শুক্রবার, ভোর 5টা 30মিনিট থেকে মহাষ্টমীর পুজো শুরু । ওই দিনই সকাল 9টায় কুমারী পুজো অনুষ্ঠিত হবে ৷ এরপর বেলা 11টা 43মিনিট থেকে 12টা 31 মিনিট পর্যন্ত সন্ধিপুজো অনুষ্ঠিত হবে ৷
- 26 আশ্বিন অর্থাৎ 12 অক্টোবর, শনিবার মহানবমীর পুজো ভোর 5টা 30মিনিটে শুরু হবে ৷ এরপর ওইদিনই সকাল 9টা 45 মিনিটে হোম অনুষ্ঠান সম্পন্ন করা হবে ৷
- 27 আশ্বিন অর্থাৎ 13 অক্টোবর, রবিবার বিজয়া দশমী ৷