কলকাতা, 22 এপ্রিল: সিএএ এর বিরুদ্ধে পথে নামল জাতীয় বাংলা পরিষদ । তার সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বাঙালি প্রার্থীদের জয় করার কথাও শোনা যায় তাদের মুখে । রবিবার তাঁদের তরফে হাজরা মোড় থেকে রানুছায়া মঞ্চ অবধি একটি মিছিলের আয়োজন করেছিল । যার প্রধান নেতৃত্বে ছিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং সম্পাদক গার্গী বন্দোপাধ্যায় । এর পাশাপাশি বাংলার সন্তানদের অধিকার নিয়েও সরব হন সংগঠনের সদস্যরা ।
এই মিছিলের কারণ হিসেবে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "বাংলার বুকে সিএএ নামে কোনও রাজনৈতিক প্রতিহিংসা, সাম্প্রদায়িক ভেদাভেদ ও বাঙালির নাগরিকত্বকে বিপদে ফেলার ষড়যন্ত্রের জাল রচনা করা চলবে না । বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রে কেবলমাত্র অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীকেই আসন্ন নির্বাচনে জয়ী করা দরকার । অবিলম্বে বাংলায় ইনার লাইন পারমিট চালু করতে হবে । বাংলার সরকারি ও বেসরকারি সমস্ত চাকরি, টেন্ডার ও ব্যবসা-সহ সমস্ত ধরনের লাইসেন্সসহ বাঙালির সার্বিক উন্নতির জন্য সম্ভাব্য সকল ক্ষেত্রে ভূমিসন্তান সংরক্ষন আইন ও পশ্চিমবঙ্গের প্রতিটি চাকরির পরীক্ষায় বাংলাভাষা বাধ্যতামূলক করতে হবে । বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষা এবং তার সামগ্রিক উন্নয়নের জন্য সম্ভাব্য সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে নিতে হবে ।" এদিনের মিছিলে তারা আসানসোলে প্রার্থীর পাশাপশি বর্তমানে বড়বাজারের অবস্থান নিয়েও স্লোগান দেন ।
প্রসঙ্গত, শুধু জাতীয় বাংলা পরিষদ নয়, আসানসোলের প্রার্থী নিয়ে সরব হয়েছিল বাংলাপক্ষ নামে আরও একটি সংগঠন। কারণ , আসানসোলে বিজেপির প্রার্থী আলুয়ালিয়া অপরদিকে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী জাহানারা খান। বিজেপি প্রার্থীর জন্ম ও পড়াশোনা আসানসোলে হলেও কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে থাকেন এবং তিনি অবাঙালি। অপরদিকে শত্রুঘ্ন সিনহাও অবাঙালি । অন্যদিকে, একমাত্র এই কেন্দ্রে বাঙালি প্রার্থী হলেন জাহানারা খান ।
আসানসোলের প্রার্থী থেকে সিএএ এর বিরোধিতা, পথে নামল জাতীয় বাংলা পরিষদ - ANTI CAA RALLY - ANTI CAA RALLY
Kolkata Anti CAA Rally: নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামল বাংলা পরিষদ। বাঙালিদের অধিকারের দাবিতে সরব হলেন সংগঠনের সদস্যরা ।
জাতীয় বাংলা পরিষদ
Published : Apr 22, 2024, 11:09 PM IST