পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোটিপতি কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, স্থাবর সম্পত্তিতে সুদীপকে টেক্কা স্ত্রী নয়নার! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Sudip Bandyopadhyay Property: হলফনামায় উল্লিখিত প্রার্থীদের সম্পত্তির পরিমাণ নির্বাচনী আবহে বিশেষ বিভাগে তুলে ধরছে ইটিভি ভারত ৷ এই প্রতিবেদনে রইল কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর সম্পত্তির হিসেব ৷ দেখে নিন একনজরে ৷

Sudip Bandyopadhyay Property
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:52 PM IST

কলকাতা, 12 মে:কলকাতা উত্তরে ফের একবার ঘাসফুলের প্রার্থী হয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দিয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী ৷ হলফনামায় প্রদেয় তথ্য অনুযায়ী কতোটা বেড়েছে বা কমেছে পোড়খাওয়া এই রাজনীতিবিদের সম্পত্তির খতিয়ান, আসুন জেনে নেওয়া যাক ৷

গুরুত্বপূর্ণভাবে গত লোকসভা নির্বাচনের তুলনায় এবছর কমেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৷ হলফনামায় প্রদেয় তথ্য অনুযায়ী 2018-19 অর্থ কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর বার্ষিক আয় ছিল 19 লক্ষ 83 হাজার 835 টাকা। 2022-23 অর্থবর্ষে তা কমে হয়েছে 11 লক্ষ 40 হাজার 495 টাকা।

একনজরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তি:

  • হলফনামা অনুযায়ী দিল্লি ও কলকাতার চারটি ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে সুদীপের টাকা। হলফনামা জমার মুহূর্তে তাঁর হাতে ছিল 1 লক্ষ 56 হাজার 900 টাকা ৷ স্ত্রী'র হাতে ছিল 46,800 টাকা।
  • সুদীপের দিল্লির এসবিআই পার্লামেন্টে ব্রাঞ্চে রয়েছে 56 লক্ষ 88 হাজার টাকা। এসবিআই হাইকোর্ট ব্রাঞ্চে রয়েছে 50,990 টাকা। চলতি নির্বাচনের জন্য তালতলার এসবিআই ব্রাঞ্চে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে তৃণমূল প্রার্থীর নামে ৷ সেখানে রয়েছে 5,000 টাকা।
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মৌলালি শাখায় রয়েছে 10 লক্ষ 10 হাজার টাকা।
  • পোস্ট অফিসেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে রয়েছে 6 লক্ষ 46 হাজার টাকা।
  • তৃণমূল প্রার্থীর নামে রয়েছে দু'টি মিউচুয়াল ফান্ড। 31 মার্চ, 2024 অনুযায়ী যার একটির পরিমাণ 2 কোটি 24 লক্ষ 1 হাজার 583 টাকা। অপরটির মূল্য 1 কোটি 49 লক্ষ 44 হাজার 577 টাকা।
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে দু’টি চারচাকা। যার একটির মূল্য 93,242 টাকা। অন্যটির দাম 5 লক্ষ 32 হাজার 845 টাকা। ব্যাঙ্ক ব্যালান্স ও গাড়ি মিলিয়ে সুদীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ 4 কোটি 55 লক্ষ 30 হাজার 394 টাকা।

একনজরে নয়না বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তি:

  • নয়না বন্দ্যোপাধ্যায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে 57 লক্ষ 22 হাজার 321 টাকা, 7 লক্ষ 15 হাজার 160 টাকা এবং 1 লক্ষ 67 হাজার 421 টাকা।
  • সুদীপ-পত্নীর নামে একটি জীবন বিমা রয়েছে, যার মূল্য 5 লক্ষ টাকা।
  • নয়না বন্দ্যোপাধ্যায়ের নামেও দু'টি গাড়ি রয়েছে। যার একটির দাম 11 লক্ষ 96 হাজার টাকা এবং অপরটির মূল্য 1 লক্ষ 60 হাজার টাকা।
  • সুদীপের স্ত্রী'র নামে রয়েছে 265 গ্রাম সোনা। যার বাজারমূল্য 18 লক্ষ 55 হাজার টাকা। সবমিলিয়ে সুদীপের দেওয়া হলফনামায় নয়না বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটি 3 লক্ষ 82 হাজার 735 টাকা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তি:

  • সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী, দু'জনের নামেই রয়েছে একাধিক জমি। বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িটিও দু'জনেরই নামে।
  • স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে তাঁর স্ত্রী'র সম্পত্তির পরিমাণ বেশি। স্থাবর সম্পত্তির হিসেব ধরলে এই মুহূর্তে নয়না বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ 2 কোটি 53 লক্ষ 62 হাজার 678 টাকা। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ 36 লক্ষ 37 হাজার 100 টাকা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা:

  • হলফনামায় উল্লেখ রয়েছে যে,এই মুহূর্তে মোট চারটি মামলা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে। পাশাপাশি স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে দু'টি মামলা ৷

আরও পড়ুন:

  1. বাড়ি-গাড়ি নেই, 36 লক্ষ টাকা ঋণের বোঝা ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেকের ঘাড়ে
  2. কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে দিদি নং ওয়ানের, হলফনামায় জানালেন রচনা

ABOUT THE AUTHOR

...view details