পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিংয়ে রাজু বিস্তা, মুনিষ তামাং ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাও কোটিপতি - Gopal Lama Asset Details - GOPAL LAMA ASSET DETAILS

Gopal Lama Asset Details: দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা ৷ তিনি প্রাক্তন আমলা ৷ নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন হলফনামা ৷ সেই হলফনামায় রয়েছে তাঁর সঞ্চয় সম্পত্তির পরিমাণ ৷ কত সম্পত্তির মালিক তিনি, হলফনামা খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

Gopal Lama
Gopal Lama

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 12:50 PM IST

দার্জিলিং, 22 এপ্রিল: দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও কোটিপতি । বিজেপি প্রার্থী রাজু বিস্তা ও কংগ্রেস প্রার্থী মুনিষ তামাং ছাড়াও কোটিপতির তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাও । রাজ্যের প্রাক্তন আমলাকে এবার পাহাড়ে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল । শিলিগুড়ির মহকুমাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পর্যটন দফতরের যুগ্ম আধিকারিক ও শেষে জিটিএ-র অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত ছিলেন গোপাল লামা ৷ এবারের ভোটে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তাঁর সঞ্চয় সম্পত্তির হিসাব উঠে এসেছে । যদিও বাকি দুই প্রার্থীর তুলনায় তাঁর সম্পত্তি কিছুটা কম । তবে সব মিলিয়ে কোটিপতির তালিকায় জায়গা করে নিয়েছেন তিনিও ।

2024 সালে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা তৃণমূল কংগ্রেদ প্রার্থী গোপাল লামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, সেই হিসেব অনুযায়ী তাঁর হাতে রয়েছে নগদ টাকা 50 হাজার টাকা । তাঁর স্ত্রীর হাতে রয়েছে 5 হাজার টাকা ।

অস্থাবর সম্পত্তি:

গোপাল লামার ব্যাংক, বিমা, পাঁচ গ্রাম সোনা, শেয়ারে বিনিয়োগ-সহ গচ্ছিত সম্পত্তির পরিমাণ 9 লক্ষ 31 হাজার টাকা ।

স্ত্রীর নামে রয়েছে 2 লক্ষ 72 হাজার টাকা সোনার গয়না গচ্ছিত আছে। এছাড়া 10 লক্ষ 47 হাজার টাকা গচ্ছিত রয়েছে ।

সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ 19 লক্ষ 78 হাজার 881 টাকা ।

স্থাবর সম্পত্তি:

গোপাল লামার কৃষি ও অকৃষি জমি মিলিয়ে 1 কোটি 10 লক্ষ টাকার সম্পত্তি আছে । স্ত্রীর নামে কোনও জমি বা বাড়ি নেই । সব মিলিয়ে স্থাবর স্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটি 29 লক্ষ টাকা ।

আরও পড়ুন:

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. কোচবিহারের তৃণমূল প্রার্থীর কোটি টাকার সম্পত্তি, থানায় রয়েছে একটি মামলা
  3. তিন গুন বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম

ABOUT THE AUTHOR

...view details