দার্জিলিং, 22 এপ্রিল: দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও কোটিপতি । বিজেপি প্রার্থী রাজু বিস্তা ও কংগ্রেস প্রার্থী মুনিষ তামাং ছাড়াও কোটিপতির তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাও । রাজ্যের প্রাক্তন আমলাকে এবার পাহাড়ে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল । শিলিগুড়ির মহকুমাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পর্যটন দফতরের যুগ্ম আধিকারিক ও শেষে জিটিএ-র অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত ছিলেন গোপাল লামা ৷ এবারের ভোটে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তাঁর সঞ্চয় সম্পত্তির হিসাব উঠে এসেছে । যদিও বাকি দুই প্রার্থীর তুলনায় তাঁর সম্পত্তি কিছুটা কম । তবে সব মিলিয়ে কোটিপতির তালিকায় জায়গা করে নিয়েছেন তিনিও ।
2024 সালে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা তৃণমূল কংগ্রেদ প্রার্থী গোপাল লামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, সেই হিসেব অনুযায়ী তাঁর হাতে রয়েছে নগদ টাকা 50 হাজার টাকা । তাঁর স্ত্রীর হাতে রয়েছে 5 হাজার টাকা ।
অস্থাবর সম্পত্তি:
গোপাল লামার ব্যাংক, বিমা, পাঁচ গ্রাম সোনা, শেয়ারে বিনিয়োগ-সহ গচ্ছিত সম্পত্তির পরিমাণ 9 লক্ষ 31 হাজার টাকা ।