কলকাতা, 17 জুলাই: কলকাতা শহরে ফের আক্রান্ত পুলিশ কর্মী ৷ বটতলা থানা এলাকার শোভাবাজারে টহলদারির সময় রক্তাক্ত হতে হল তাঁকে ৷ অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে 12টা নাগাদ এলাকায় মদ্যপ অবস্থায় ঝামেলা করছিল এক দুষ্কৃতী ৷ সেই ঝামেলা থামাতে গেলে আক্রান্ত হন কর্তব্যরত ওই পুলিশকর্মী ৷ তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় ৷ এরপর ওই পুলিশকর্মীকে মারধরও করা হয় ৷ ঘটনার জেরে তাঁর মাথা ফেটে গিয়েছে ৷ রাহুল দাস নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ৷
জানা গিয়েছে, মহরমের জন্য শোভাবাজার এলাকায় পুলিশ কর্মীদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেওয়ার কাজ চলছিল ৷ সেই সময় পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে অভিযুক্ত রাহুল ৷ তাকে নিষেধ করা হলেও, জারি থাকে কটূক্তি ও গালাগালি ৷ তখনই এএসআই ব়্যাংকের ওই পুলিশ কর্মী এগিয়ে যান এবং অভিযুক্তকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন ৷ অভিযোগ হঠাৎই ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারে রাহুল দাস নামে ওই যুবক ৷ ধাক্কার জেরে রাস্তায় পড়ে যান ওই এএসআই ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগে তাঁকে মারধর শুরু করে অভিযুক্ত ৷