ব্যারাকপুর, 27 এপ্রিল: সন্দেশখালিতে গতকাল শাহজাহানের গড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার করে সিবিআই। আর এদিনই নৈহাটির হাসপাতালের সঙ্গে সন্দেশখালি যোগের অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করে পার্থ ভৌমিককে নিশানা করেছেন অর্জুন। বিজেপি প্রার্থীর এই নয়া অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ৷
অর্জুনের অভিযোগ, ওএনজিসি 'সিএসআর' ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'মা সারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটি'কে। আর তাতেই স্পষ্ট হয়েছে নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালি যোগ। অর্জুনের এই পোস্টের বিরোধিতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে ব্যারাকপুরের 'বাহুবলী'র প্রতি নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের কটাক্ষ, "উনি শাহজাহান ভূত দেখছেন। তাই পার্থ ভৌমিক, পৌর হাসপাতালের সঙ্গে উনি শাহজাহান যোগ খুঁজে পাচ্ছেন।"
তাঁর আরও সংযোজন, "কে কোথায় টেন্ডার করল! সে সেই টেন্ডার পেল সেটা দেখার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের নয়। উনি ভাটপাড়াতে কোনও মাতৃসদন করার চেষ্টা করেননি কোনওদিনও। তাই, উনি মাতৃসদনের বিষয়ে কিছুই জানে না। বেসরকারি হাসপাতালের থেকে মানুষ বেশি পরিষেবা পেয়ে থাকে পৌরসভার হাসপাতালেই।" পাশাপাশি বিজেপি প্রার্থীর এই মন্তব্যের জন্য নৈহাটি পৌরসভার চেয়ারম্যান মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন।