পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতায় পা রাখছেন অনুব্রত, মমতা-সাক্ষাৎ নিয়ে জল্পনা - Anubrata Mondal

Anubrata Mondal Kolkata Visit: স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত মণ্ডল ৷ সঙ্গী মেয়ে সুকন্যা মণ্ডলও ৷ কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হতে পারে তাঁর । এমন জল্পনাই ঘোরাফেরা করছে রাজনৈতিকমহলে ৷

Anubrata Mondal
বাড়ি থেকে রওনা দেওয়ার সময় অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 8:12 PM IST

বোলপুর, 29 সেপ্টেম্বর: শারীরিক পরীক্ষার জন্য মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কলকাতা রওনা হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সঙ্গে রয়েছেন সুকন্যার বান্ধবী সুতপা পালও ৷ কলকাতা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের কোনও শীর্ষ নেতার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন কি না, সেই নিয়ে জল্পনা তুঙ্গে ৷

যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কেষ্ট ৷ এদিন বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দেওয়ার আগে তিনি বলেন,"ডাক্তার দেখানোর জন্য কলকাতা যাচ্ছি । কবে ফিরব এখনও ঠিক নেই ৷"

কলকাতায় যাচ্ছেন অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

2 বছর পর গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে 24 সেপ্টেম্বর বীরভূমের বোলপুরের নীচুপট্টির বাড়িতে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল । সেসময়ও তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল । আগের থেকে অনেকটাই দুর্বল লাগছিল সেদিন অনুব্রতকে । তখনই তিনি জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতায় যাবেন ৷ সেই মতো রবিবার প্রথমে সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে পুজো দেন । তারপর বাড়ি ফিরে জিনিসপত্র গুছিয়ে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেন অনুব্রত ৷ এ দিনও তাঁর সঙ্গে রয়েছেন সুকন্যা মণ্ডল ও তাঁর বান্ধবী সুতপা পাল ৷

স্বাস্থ্য পরীক্ষা করাতেই কেষ্টর এই কলকাতা সফর (নিজস্ব ছবি)

উল্লেখ, অনুব্রত মণ্ডল জেলায় ফেরার দিনই বোলপুরে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অথচ, দেখা হয়নি কেষ্টর সঙ্গে ৷ এমনকী কেষ্ট-গড় বোলপুরে এসেও তাঁকে নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি তৃণমূল সুপ্রিমো । যদিও অনুব্রত মণ্ডলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । পাশাপাশি জেলাজুড়ে অনুব্রতর ছবি দিয়ে ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছে । কিন্তু এখনও বীরভূম জেলায় 6 জনের কোর কমিটি রয়েছে । কেষ্টর হাতে কি বীরভূমের রাশ ফের ফিরবে? নাকি অনুব্রতর নেতৃত্বে এই কোর কমিটিই দলের সংগঠন পরিচালনা করবে? অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কী? এখন সেদিকেই নজর সকলের ৷

ABOUT THE AUTHOR

...view details