পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রথম আইটি পার্ক পাচ্ছে পাহাড়বাসী, শিলান্যাস অনিত থাপার হাতে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

IT Park in Kurseong: প্রথম আইটি পার্ক হচ্ছে পাহাড়ে ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কার্শিয়াংয়ে আইটি পার্কের শিলান্যাস করলেন অনিত থাপা ৷ আইটি পার্ক তৈরি করা হবে কালিম্পং ও দার্জিলিংয়েও । পাশাপাশি ভোট ভাগ আটকাতে তৃণমূলের প্রার্থীকেই সমর্থন করছেন বলে জানালেন জিটিএ সিইও ৷

IT Park
আইটি পার্ক

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 10:42 PM IST

প্রথম আইটি পার্ক পাচ্ছে পাহাড়বাসী

কার্শিয়াং, 6 ফেব্রুয়ারি: স্বাধীনতার পর প্রথম আইটি পার্ক পেতে চলেছে পাহাড় । সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে আইটি পার্ক স্থাপনের কথা ঘোষণা করেন । আর তার ঘোষণার একমাসের মধ্যেই মঙ্গলবার আইটি পার্কের শিলান্যাস করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন ( জিটিএ)। কার্শিয়াংয়ের লাভ রোডের অসম্পূর্ণ থাকা কার্শিয়াং হাসপাতাল ও মাল্টিস্টোরেড গাড়ি পার্কিংয়ের ভবনটিকেই আইটি পার্কে পরিণত করা হবে । পাশাপাশি কার্শিয়াং হাসপাতালকে সেখান থেকে স্থানান্তরিত করে অন্যত্র নিয়ে যাওয়া হবে । হাসপাতালের টেন্ডার প্রক্রিয়াও ইতিমধ্যে শেষ হয়েছে ।

48 কোটি টাকা ব্যয় করে এই আইটি পার্কটি তৈরি হচ্ছে । একইভাবে কালিম্পং ও দার্জিলিংয়েও আইটি পার্ক তৈরি করা হবে। কালিম্পং জেলার জন্য 68 কোটি টাকা বরাদ্দ করেছে জিটিএ । এছাড়া দার্জিলিংয়ে আইটি পার্ক তৈরির জন্য জমি খোঁজের কাজ করছে প্রশাসন। এদিন ওই আইটি পার্কের শিলান্যাস করেন জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ'র প্রধান সচিব সৌম্য পুরকাইত ও পুলিশ সুপার প্রবীন প্রকাশ-সহ অন্যান্যরা । অনিত থাপা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "200 শয্যার অত্যাধুনিক কার্শিয়াং হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে । আইটি পার্কের কাজ আগামী দু'বছরের মধ্যে শেষ হবে ।"

মূলত কর্মসংস্থানের দিকে জোর দিতেই পাহাড়ে আইটি পার্ক তৈরির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী ও জিটিএ । আইটি পার্কটি পরিচালনার জন্য ওয়েবেলকে দায়িত্ব দেওয়া হয়েছে । আইটি পার্কটি তৈরি হলে পাহাড়ের অন্তত আড়াইশো থেকে তিনশো যুবক যুবতী সেখানে কাজের সুযোগ পাবে । বরাবরই পাহাড়ের যুবক যুবতীরা কাজের সূত্রে বিদেশে বা মধ্য প্রাচ্যের দেশে পাড়ি দিয়ে থাকে । সেই প্রবণতা কমাতে ও পাহাড়ে কর্মসংস্থান বৃদ্ধি করতেই আইটি পার্ক তৈরি করার উদ্যোগ নেয় জিটিএ ।

অন্যদিকে এ দিন লোকসভা নির্বাচন নিয়ে অনিত থাপা বলেন, "লোকসভা নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেই লড়বে । তৃণমূল কংগ্রেসের প্রতীকেই লড়বে । ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে । প্রার্থী হবে ভূমিপুত্র । শিলিগুড়ি ও পাহাড়ের ভোট যাতে ভাগ না হয় সেজন্য তৃণমূলের প্রতীকে লড়াই করা হবে । তবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । পাহাড়ের বেশিরভাগ আঞ্চলিক দল বিজেপির জোট সঙ্গী । সেজন্য তৃণমূলের প্রার্থীকেই সমর্থন করা হবে ।"

আরও পড়ুন:

  1. পাহাড়ের পুনর্গঠন নিয়ে আলোচনায় নবান্নে অনিত থাপা, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গেও
  2. আর অবহেলিত নয়, উত্তরবঙ্গও এখন দক্ষিণের সঙ্গে সমানভাবে এগোচ্ছে; শিলিগুড়িতে বার্তা মুখ্যমন্ত্রীর
  3. উত্তরবঙ্গ সফরে মমতা, লোকসভা নির্বাচনের আগে কোচবিহারে বড় ঘোষণার সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details