বংশীহারি, 16 নভেম্বর:বিডিওর নাম করে বাংলা আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে টাকা দাবি করার অভিযোগ ৷ কাঠগড়ায় এক পশু চিকিৎসক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী গ্রামে ৷
ইতিমধ্যেই টাকা চাওয়ার অভিযোগের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তবে জানা গিয়েছে, অভিযুক্ত ওই পশু চিকিৎসকের নাম মৃতম হালদার ৷ বাড়ি বংশীহারি থানার দৌলতপুরে ।
অভিযুক্ত পশু চিকিৎসক (ইটিভি ভারত) অভিযোগ, কল্যাণী গ্রামে গিয়ে বাংলা আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়ার ভয় দেখিয়ে প্রাপকদের কাছ থেকে 500, 1000 থেকে 2000 টাকা করে দাবি করেন ওই পশু চিকিৎসক। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সরকারি প্রভাব খাটিয়ে ওই পশু চিকিৎসক এমন কাজ করেছেন । সেই কারণেই মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য হুরমত আলি এ বিষয়ে বংশীহারির বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
বিডিওকে লিখিত অভিযোগ করেন গ্রাম পঞ্চায়েত সদস্য (নিজস্ব ছবি) এ বিষয়ে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে সদস্য হুরমত আলি বলেন, "আবাস যোজনার ঘরের তালিকা থেকে কোনও উপভোক্তা যেন বাদ না যান, সেই জন্য সমীক্ষা করতে যায় দৌলতপুরের পশু চিকিৎসক মৃতম হালদার ৷ সেই সময় ওই পশু চিকিৎসক গ্রামবাসীদের হুমকি দেয় ৷ সে বলে, যদি টাকা না দেওয়া হয় তাহলে আবাস যোজনার ঘরের তালিকা থেকে গ্রামবাসীদের নাম বাদ দেওয়া হবে । সেই কারণেই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করি ।"
পিছনের ব্যক্তিটি অভিযুক্ত পশু চিকিৎসক (নিজস্ব ছবি) আবাস যোজনার নামে তোলাবাজির অভিযোগ নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "এ ধরনের কোনও অপরাধ যদি ঘটে থাকে, প্রশাসনকে জানালে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।" বংশীহারির বিডিও সুব্রত বলের কথায়, "এই নিয়ে একটি অভিযোগ পেয়েছি । বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে । অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
যদিও এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন গেরুয়া শিবির ৷ বিজেপির জেলা সম্পাদক বাপি সরকারের বক্তব্য, "বংশীহারি ব্লকে আবাস যোজনার ঘর দিতে এক সরকারি কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ সামনে এসেছে । আমরা মনে করি, এর পিছনে তৃণমূলের হাত আছে । কারণ শাসকদলের যোগসাজশ ছাড়া এটা করা সম্ভব নয় । এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।"