আলিপুরদুয়ার, 14 এপ্রিল: সবুজের চাদরে মোড়া আলিপুরদুয়ার জেলা । ভোটের আবহেও প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্লাস্টিকের বর্জ্য পদার্থের বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন । প্লাস্টিকের ব্যবহার রুখতে ভোটকর্মীদের জন্য শালাপাতার থালা, কাপড়ের ফ্লাক্সের ব্যবস্থা করা হচ্ছে । আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটের কাজে প্লাস্টিক বর্জনই লক্ষ্য আলিপুরদুয়ার জেলা প্রশাসনের । ভোটের কাজে নিযুক্তদের প্লাস্টিক বর্জন করে কাজ করার বার্তা দিতে নিজে মাঠে নেমে পড়েছেন জেলাশাসক আর বিমলা ।
আলিপুরদুয়ার জেলার চারদিকে সবুজ পাহাড়, জঙ্গল, চা বাগান । পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই আলিপুরদুয়ারকে আরও সবুজ করতে উদ্যোগী জেলাপ্রশাসন ৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ারে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের কাজে প্লাস্টিক নিষিদ্ধের বার্তা দিতে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডের মুক্ত মঞ্চে জেলার 24 জন অংশ নেন এই প্রতিযোগিতায় । প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজন ছাড়াও অন্যান্যদের পুরস্কৃত করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং, আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার-সহ অন্যান্যরা ।