ETV Bharat / state

'ডর আচ্ছা লাগা', সাসপেনশনের পর স্বাধিকার ভঙ্গের নোটিশ পেয়ে পালটা জবাব শুভেন্দুর - PRIVILEGE MOTION AGAINST SUVENDU

সাসপেনশনের পরদিনই বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল কংগ্রেস ৷ প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা বলেন, 'ডর আচ্ছা লাগা'৷

ETV BHARAT
শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 1:33 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও এতে এতটুকু ভ্রুক্ষেপ না-করে শুভেন্দু বলেছেন, "শাসকদলের ভয় ভালো লাগছে ৷"

ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয় । এদিন রাজ্য বিধানসভায় সেই প্রস্তাব পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তাঁকে সমর্থন জানান অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমার ।

এদিন পরিষদীয় মন্ত্রী বলেন, "ন্যক্কারজনক ব্যবহার করেছে । এটা জাতির লজ্জা । গণতন্ত্রের লজ্জা । তীব্র ধিক্কার জানাচ্ছি । আশা করি, সারা দেশের ধর্মনিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে ।"

তিনি আরও বলেন, "বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা যথাযথ নয় । সরকারকে বলা মানে আমাদের বলা । এই মন্তব্যে আমরা অপমানিত হয়েছি । এই মন্তব্যের জন্যে আমরা অসম্মানিত । তাই আমরা স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছি । বিধানসভার ইতিহাসে এমন ঘটনা বা বক্তব্য হয়নি । বাংলায় আমরা নিজস্ব সংস্কৃতির জন্য গর্ববোধ করতাম । বাংলায় থেকে আমাদের হারাতে পারেনি । তাই এই শেষ চেষ্টায় ধর্ম নিয়ে রাজনীতি করছেন । উনি কত বড় হিন্দু, সেটা উনি বাইরে গিয়ে প্রমাণ করুন । এরা না হিন্দু, না মুসলমান । এরা আসলে ভোটের রাজনীতির জন্য এই সব করছেন ।"

এবিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভা দুর্বল নয়, বিরোধী দলনেতাকে এই বার্তা পৌঁছে দিন । আমি অত্যন্ত মর্মাহত ওঁর বক্তব্য নিয়ে । আমাদের বিরোধী দলের সদস্যরা সমালোচনা করার হলে এখানে এসে করুন । ফ্লোর বিরোধীদেরও । আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার । সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে ঘৃণার ভাষণ নিয়ে । কাজেই চাইলেই যে যেমন খুশি বলতে পারে না ৷ এই বিষয়টি গিয়েছে প্রিভিলেজ কমিটিতে । এই প্ররোচনায় পা না-দিয়ে বাংলার মানুষ যে শান্ত আছে, এতেই আমি আশ্বস্ত হচ্ছি । উনি যেভাবে প্ররোচনা দিচ্ছেন, তাতে অশান্তি হতে পারে । ওঁর ক্ষমা চাওয়া উচিত ।"

এরপর বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, বিরোধী দলের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক । তবে বিধানসভা দুর্বল নয় । বিধানসভার কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার বিধানসভার আছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন । অধ্যক্ষ আরও জানান, বিরোধী দলনেতার বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের নোটিশটি সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে । পরবর্তী অধিবেশনের আগেই সেই কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

যদিও স্বাধিকার ভঙ্গের নোটিশ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "এই নিয়ে পাঁচবার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হল । শাসকের এই ভয় আমার ভালো লাগছে ।" এদিকে, আজ সাসপেনশনের প্রতিবাদে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা ।

প্রসঙ্গত, গতকালই বিধানসভায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনার দাবি মানা না-হলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ ওয়েলে নেমে স্লোগান তোলার পাশাপাশি কাগজ টুকরো করে ছোড়া হয় ৷ এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী-সহ চারজন বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি: বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও এতে এতটুকু ভ্রুক্ষেপ না-করে শুভেন্দু বলেছেন, "শাসকদলের ভয় ভালো লাগছে ৷"

ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয় । এদিন রাজ্য বিধানসভায় সেই প্রস্তাব পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তাঁকে সমর্থন জানান অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমার ।

এদিন পরিষদীয় মন্ত্রী বলেন, "ন্যক্কারজনক ব্যবহার করেছে । এটা জাতির লজ্জা । গণতন্ত্রের লজ্জা । তীব্র ধিক্কার জানাচ্ছি । আশা করি, সারা দেশের ধর্মনিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে ।"

তিনি আরও বলেন, "বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা যথাযথ নয় । সরকারকে বলা মানে আমাদের বলা । এই মন্তব্যে আমরা অপমানিত হয়েছি । এই মন্তব্যের জন্যে আমরা অসম্মানিত । তাই আমরা স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছি । বিধানসভার ইতিহাসে এমন ঘটনা বা বক্তব্য হয়নি । বাংলায় আমরা নিজস্ব সংস্কৃতির জন্য গর্ববোধ করতাম । বাংলায় থেকে আমাদের হারাতে পারেনি । তাই এই শেষ চেষ্টায় ধর্ম নিয়ে রাজনীতি করছেন । উনি কত বড় হিন্দু, সেটা উনি বাইরে গিয়ে প্রমাণ করুন । এরা না হিন্দু, না মুসলমান । এরা আসলে ভোটের রাজনীতির জন্য এই সব করছেন ।"

এবিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভা দুর্বল নয়, বিরোধী দলনেতাকে এই বার্তা পৌঁছে দিন । আমি অত্যন্ত মর্মাহত ওঁর বক্তব্য নিয়ে । আমাদের বিরোধী দলের সদস্যরা সমালোচনা করার হলে এখানে এসে করুন । ফ্লোর বিরোধীদেরও । আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার । সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে ঘৃণার ভাষণ নিয়ে । কাজেই চাইলেই যে যেমন খুশি বলতে পারে না ৷ এই বিষয়টি গিয়েছে প্রিভিলেজ কমিটিতে । এই প্ররোচনায় পা না-দিয়ে বাংলার মানুষ যে শান্ত আছে, এতেই আমি আশ্বস্ত হচ্ছি । উনি যেভাবে প্ররোচনা দিচ্ছেন, তাতে অশান্তি হতে পারে । ওঁর ক্ষমা চাওয়া উচিত ।"

এরপর বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, বিরোধী দলের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক । তবে বিধানসভা দুর্বল নয় । বিধানসভার কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার বিধানসভার আছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন । অধ্যক্ষ আরও জানান, বিরোধী দলনেতার বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের নোটিশটি সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে । পরবর্তী অধিবেশনের আগেই সেই কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

যদিও স্বাধিকার ভঙ্গের নোটিশ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "এই নিয়ে পাঁচবার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হল । শাসকের এই ভয় আমার ভালো লাগছে ।" এদিকে, আজ সাসপেনশনের প্রতিবাদে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা ।

প্রসঙ্গত, গতকালই বিধানসভায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনার দাবি মানা না-হলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ ওয়েলে নেমে স্লোগান তোলার পাশাপাশি কাগজ টুকরো করে ছোড়া হয় ৷ এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী-সহ চারজন বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.