পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাথরপ্রতিমায় ছাত্রী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় অগ্নিমিত্রা - AGNIMITRA PAUL

পাথরপ্রতিমায় অসুস্থ নাবালিকাকে ধর্ষণ করে অ্যাম্বুল্যান্সের চালক ৷ সেই নির্যাতিতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷

AGNIMITRA PAUL
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2024, 1:07 PM IST

পাথরপ্রতিমা, 30 অক্টোবর:অষ্টম শ্রেণির এক অসুস্থ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে ৷ সেই নির্যাতিতা ছাত্রীর পরিবারের সঙ্গে এবার দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বললেন তিনি ৷ পাশে থেকে সমস্ত রকম সাহায্য়ের আশ্বাসও দিলেন বিজেপি নেত্রী ৷ অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুললেন তিনি ৷

অগ্নিমিত্রা বলেন, "আরজি কর কাণ্ডের পর অভিযুক্তর যোগ্য শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ করেছি ৷ রাস্তায় নেমেছি ৷ এবারও তাই করব ৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷ রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নন, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল ৷" পাশাপাশি, রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, "পুলিশ ড্রাফট বানিয়ে নির্যাতিতা ছাত্রীকে হাতে লিখে স্বাক্ষর করতে বলে ৷ এভাবে অভিযুক্তকে সুরক্ষা দেওয়ার কারণ কী ?"

অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুললেন অগ্নিমিত্রা (ইটিভি ভারত)

গত 19 অক্টোবর নাবালিকা ছাত্রীকে সাপে কামড়ায় ৷ এরপর গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের গদামথুরাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ সেখানে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেই সময় ওই গদামথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরের একটি অ্যাম্বুল্যান্স চালক অসুস্থ ওই ছাত্রীর শ্লীলতাহানি করে ৷ এরপর ছাত্রীর পরিবারের সদস্যরা ঢোলাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় ৷

বিজেপি নেত্রীর সঙ্গে দেখা করার পর নির্যাতিতার মা বলেন, "ঘটনার পর মেয়ে সমস্ত কিছু আমাকে জানায় ৷ তারপর আমরা পুলিশের দ্বারস্থ হই ৷ ওই অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি ৷ এরপর তাকে গ্রেফতার করে পুলিশ । আমাদের এখন দাবি, ওই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।"

পড়ুন:অসুস্থ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি ! অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

ABOUT THE AUTHOR

...view details