পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বামীর চাকরির বদলে সহবাসের কু-প্রস্তাব তৃণমূল নেতার ! শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার - Agnimitra Paul - AGNIMITRA PAUL

Agnimitra Paul's Protest In Bengal: স্বামীর চাকরি ফেরানোর পরিবর্তে তৃণমূল নেতার সঙ্গে সহবাসের প্রস্তাব ৷ আত্মঘাতীর চেষ্টা গৃহবধূর ৷ তৃণমূল নেতাদের কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখান অগ্নিমিত্রার ৷ পালটা অগ্নিমিত্রা পলকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেখালেন তৃণমূলের কর্মীরা ৷

Agnimitra Paul Agitation In Bengal
থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 5:51 PM IST

Updated : Jun 23, 2024, 8:04 PM IST

দুর্গাপুর, 24 জুন: "এক রাত কাটালেই স্বামী পাবে", সোশাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ ঘটনায় আত্মঘাতীর চেষ্টা করেন গৃহবধুর। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ । শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই ওয়ার্ড তৃণমূলের সহ-সভাপতি সুকুমার বাউরি এবং শেখ বিল্লিকে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

তৃণমূল নেতার সঙ্গে সহবাসের কু-প্রস্তাব (ইটিভি ভারত)

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ, "যে মহিলা নির্যাতনের ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তাঁর পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে । দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে ৷ পাশাপাশি, ওই গৃহবধুর পরিবার পরিজনেরা নিরাপত্তার অভাবে ভুগছেন । ওই গৃহবধূও অভিযোগ করেছেন, ওয়ার্ডে তৃণমূল নেতৃত্ব তাঁকে নানা ভাষায় হুমকি দিচ্ছে ।"

নির্যাতনের ভয়ে আত্মহননের পথ বেছে নেওয়া ওই গৃহবধূ ও তাঁর পরিবার-পরিজনেদের সঙ্গে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব বিজেপি নেত্রী ৷ রবিবার নিউ টাউনশিপ থানা ঘেরাও করে অগ্নিমিত্রা পলের বিক্ষোভ । পলটা তৃণমূল কর্মী সমর্থকরা অগ্নিমিত্রা পলকে "গো ব্যাক " স্লোগান দিতে থাকেন । শুরু হয় ব্যাপক উত্তেজনা । বিক্ষোভকারীদের পলটা অভিযোগ, ওই গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। এর আগেও বহুবার তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন । তাঁর স্বামী একজন মদ্যপ । স্ত্রী মদের ব্যবসার বিরোধিতা করেন ৷ অথচ স্বামী দিনে দুপুরে মদ পান করেন ৷

যদিও নবীনপল্লী এলাকার তৃণমূলের বুথ সভাপতি পরিমল হালদারের দাবি, "আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিয়ো কর্মীদের বদনাম করার চেষ্টা করছে ৷ আর অগ্নিমিত্রা পল রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছেন । দুর্গাপরের মতো শান্তিপ্রিয় জায়গাকে অশান্ত করার চেষ্টা করছেন ওঁরা। আমরা সেজন্য গো ব্যাক স্লোগান তুলেছি।"

উল্লেখ্য, শনিবার রাতেই এক্স হ্যান্ডেলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বিস্ফোরক অভিযোগ করেন ৷ তিনি জানান, দুর্গাপুরে এক মহিলাকে স্বামীর চাকরি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সহবাসের প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন ৷ এই ঘটনায় সোচ্চার হন তিনি ৷ অভিযোগ, তৃণমূলের তরফে বারাবার হুমকি আসায় ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন ৷ রবিবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেত্রী ৷

Last Updated : Jun 23, 2024, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details