মালদা, 20 অগস্ট: জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিক্যালে কর্মবিরতি শুরু করলেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, দেড় মাস ধরে তাঁরা বেতন পাননি। নতুন কোম্পানির অধিনে কাজ দেওয়ার জন্য তাঁদের থেকে ঘুষ চাওয়া হচ্ছে। ফলে বাধ্য হয়েই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা ৷ এর ফলে সমস্যায় পড়েছে মেডিকেল কর্তৃপক্ষ। অস্থায়ী কর্মীদের বুঝিয়ে কর্মবিরতি তোলার চেষ্টাও চলছে।
এক অস্থায়ী কর্মী সুমন দাস বলেন, "আমরা করোনার সময় থেকে মেডিক্যালে কাজ করছি। আগে আমরা অন্য একটি কোম্পানির অধীনে কাজ করতাম। 1 জুলাই থেকে নতুন কোম্পানি দায়িত্ব নেয়। কিন্তু, আমাদের কাজে রাখা হয়েছে কিনা সে সংক্রান্ত কোনও নিয়োগপত্র আজও আমরা হাতে পাইনি। উলটে ওই কোম্পানির দায়িত্বে থাকা লোকজন আমাদের থেকে সাড়ে আট হাজার টাকা করে দাবি করেছে। সোজা ভাষায় বলতে গেলে, নতুন কোম্পানির অধীনে কাজ করার জন্য আমাদের কাছে ঘুষ চাওয়া হয়েছে। বিষয়টি আমরা লিখিতভাবে প্রিন্সিপাল ও মেডিকেল সুপারকে জানিয়েছি। কিন্তু, তারপরেও কোন কাজ না হওয়ায় আজ থেকে আমরা 148 জন কর্মী কর্মবিরতি শুরু করেছি।"