পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনীত গোয়েলের নাম নেওয়ায় অস্বস্তি ! আজ সঞ্জয়কে বাড়তি বাহিনীর ঘেরাটোপে আদালতে পেশ - SANJAY ROY

সঞ্জয় রায়ের মুখে প্রাক্তন সিপির নাম আসায় অস্বস্তিতে লালবাজার ! সেই কারণে আজ বাড়তি বাহিনীর ঘেরাটোপে আদালতে পেশ করা হল আরজি কর-কাণ্ডের অভিযুক্তকে ৷

ETV BHARAT
বাড়তি বাহিনীর ঘেরাটোপে আজ আদালতে পেশ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 5:11 PM IST

কলকাতা, 12 নভেম্বর: এবার দ্বিগুণ নিরাপত্তার চাদরে শিয়ালদা আদালতে পেশ করা হল আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে । কোনও ভাবেই যাতে তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে না-পারেন, সেজন্য এদিন নিরাপত্তার আরও কড়াকড়ি করা হয় ৷

গতকাল শিয়ালদা আদালত থেকে বের করার সময় সঞ্জয় চিৎকার করে বিস্ফোরক দাবি করেন ৷ তিনি বলেন যে, "আমাকে কোনও কথা বলতে দেয়নি । বড় বড় অফিসার সব ! আমি নাম বলে দিচ্ছি । বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে । বিনীত গোয়েল, ডিসি ডিডি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে । আমাদের সরকারও ওদের সমর্থন করেছে ।"

সূত্রের খবর, প্রকাশ্যে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের নাম সঞ্জয় রায়ের মুখে আসার ফলে অস্বস্তিতে পড়েছে লালবাজার । গতকালের ঘটনার আগেও আদালত থেকে বের করার সময় সঞ্জয় ক্যামেরার সামনে দাবি করেছিলেন যে, আরজি করের ধর্ষণ ও খুনের সঙ্গে কোনওভাবেই তিনি যুক্ত নন । তাঁকে ফাঁসানো হচ্ছে । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই গতকাল সঞ্জয়কে আদালতে পেশ করার সময় বাড়তি বাহিনী মোতায়েন করেছিল লালবাজার । তবে সব বাধা অতিক্রম করে সঞ্জয় গতকাল ফের সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ খোলেন ৷ তিনি দাবি করেন যে, তাঁকে বিনীত গোয়েল ফাঁসিয়েছেন ।

এখন শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের প্রায় রোজই ট্রায়াল চলবে ৷ সেই কারণে আজ আরও কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে বের করে শিয়ালদা আদালতে পেশ করা হয় । আজ সিবিআইয়ের মোট পাঁচটি গাড়ি ছিল বলে জানা গিয়েছে । গতকালের থেকে আজ কলকাতা পুলিশের তরফে সঞ্জয় রায়ের নিরাপত্তা বাড়ানো হয় । সামনে দুটি গাড়ি । পিছনে আরও একটি গাড়ি আর মাঝের প্রিজন ভ্যানে ছিল সঞ্জয় । সেই প্রিজন ভ্যানের ভিতরেও ছিল অতিরিক্ত বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details