পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

Actress Sreela Majumdar Demise: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর অবশেষে শনিবার হার মানলেন অভিনেত্রী ৷

ETV Bharat
শ্রীলা মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:21 PM IST

Updated : Jan 27, 2024, 9:54 PM IST

অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত

কলকাতা, 27 জানুয়ারি: টানা এক মাস অসুস্থ থাকার পর শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ গত তিন বছর ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী ৷ তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী সাংবাদিক এসএনএম আব্দি ৷ বাংলার অন্যতম সেরা অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে গভীর শোকাহত ৷ তিনি একজন দক্ষ, শক্তিশালী অভিনেত্রী ছিলেন ৷ ভারতের বেশকিছু উল্লেখযোগ্য সিনেমায় তিনি দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করেছেন ৷ এটা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি ৷"

এদিক শোকপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ৷ তিনি বলেন, "আমার দিদি চলে গেলেন ৷ তবে এটা কখনও বলতে পারব না ৷ এই দিদি আমায় সবসময় বলেছেন, ঋতু তুমি কখনও থামবে না, কখনও ভাঙবে না, যতই সমস্যা আসুক ৷"

'পরশুরাম', 'একদিন প্রতিদিন', 'খারিজ' থেকে শুরু করে, 'প্রতিবাদ', 'আসল নকল', 'মহীনের ঘোড়াগুলি’, 'শঙ্কর মুদি', 'পার্সেল'- একের পর এক বাংলা সিনেমাতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ 'চোখের বালি' ধারাবাহিকে ঐশ্বর্য রাইয়ের লিপে বাংলা সংলাপে রয়েছে তাঁরই কণ্ঠ ৷ শ্রীলা মজুমদারকে 'ইচ্ছেনদী' এবং 'নকশিকাঁথা' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি ৷ বলিউডে শাবানা আজমি, স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহেএর সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীলা ৷ তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া ৷

1979 সালে 'পরশুরাম' ছবির মাধ্যমে টলিউডে যাত্রা শুরু অভিনেত্রীর ৷ মাত্র 16 বছর বয়সে তাঁর অভিনীত নাটকের সম্প্রচার হয় রেডিয়োয় ৷ সেই নাটক শুনে তাঁকে পরশুরাম সিনেমায় অভিনয়ের জন্য বাছাই করেন প্রয়াত পরিচালক মৃণাল সেন ৷ একবার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "গীতাদির (মৃণাল সেনের স্ত্রী গীতা সেন) কাছে ঋণী ৷ তিনি রেডিয়োতে আমার নাটক শুনে আমায় পছন্দ করেছিলেন ৷"

সেই শুরু ৷ এরপর আশির ও নব্বইয়ের দশকে একের পর এক ব্যতিক্রমী চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ মৃণাল সেন ছাড়াও উৎপলেন্দু চক্রবর্তী, শ্যাম বেনেগালের মতো পরিচালকদের সঙ্গে হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷

মৃণাল সেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকদের পাশাপাশি বাণিজ্যিক ঘরানার বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন পরশুরামের 'আহ্লাদি' ৷ রেশমী মিত্রের 'শ্লীলতাহানির পরে' ছবিতেও রয়েছেন তিনি ৷ সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' সিনেমায় অভিনয় করেন শ্রীলা মজুমদার ৷ সম্প্রতি 'দত্তা' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও এসেছিলেন অসুস্থ অভিনেত্রী ৷

আরও পড়ুন:

  1. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী
  2. দেশের শাস্ত্রীয় সঙ্গীতে ফের নক্ষত্রপতন, চলে গেলেন 'পদ্মবিভূষণ' প্রভা আত্রে
  3. কিংবদন্তি হয়েও আম আদমি উস্তাদজি, চোখের জলে বিদায় শিল্পীকে
Last Updated : Jan 27, 2024, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details