কলকাতা, 27 জানুয়ারি: টানা এক মাস অসুস্থ থাকার পর শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ গত তিন বছর ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী ৷ তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী সাংবাদিক এসএনএম আব্দি ৷ বাংলার অন্যতম সেরা অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে গভীর শোকাহত ৷ তিনি একজন দক্ষ, শক্তিশালী অভিনেত্রী ছিলেন ৷ ভারতের বেশকিছু উল্লেখযোগ্য সিনেমায় তিনি দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করেছেন ৷ এটা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি ৷"
এদিক শোকপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ৷ তিনি বলেন, "আমার দিদি চলে গেলেন ৷ তবে এটা কখনও বলতে পারব না ৷ এই দিদি আমায় সবসময় বলেছেন, ঋতু তুমি কখনও থামবে না, কখনও ভাঙবে না, যতই সমস্যা আসুক ৷"
'পরশুরাম', 'একদিন প্রতিদিন', 'খারিজ' থেকে শুরু করে, 'প্রতিবাদ', 'আসল নকল', 'মহীনের ঘোড়াগুলি’, 'শঙ্কর মুদি', 'পার্সেল'- একের পর এক বাংলা সিনেমাতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার ৷ 'চোখের বালি' ধারাবাহিকে ঐশ্বর্য রাইয়ের লিপে বাংলা সংলাপে রয়েছে তাঁরই কণ্ঠ ৷ শ্রীলা মজুমদারকে 'ইচ্ছেনদী' এবং 'নকশিকাঁথা' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি ৷ বলিউডে শাবানা আজমি, স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহেএর সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীলা ৷ তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া ৷