হায়দরাবাদ, 30 ডিসেম্বর: ভারতীয় সিনেমায় বাঙালি পরিচালক তপন সিনহার অবদানের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ বছর শেষে শেষ 'মন কী বাত' অনুষ্ঠানে ফুটে এল তারই কিছু ঝলক ৷ ভারতীয় সিনেমার চার লেজেন্ডকে সম্মান জানালেন মোদি ৷ তপন সিনহার পাশাপাশি তালিকায় উঠে এসেছে আক্কিয়েনি নাগেশ্বরা রাও (ANR), সিনে দুনিয়ার শো-ম্যান রাজ কাপুর, স্মনামধন্য সঙ্গীত শিল্পী মহম্মদ রফির নাম ৷
আক্কিয়েনি নাগেশ্বরা রাওয়ের অবদান নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ পাল্টা পরিবারের তরফে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাগেশ্বরা রাওয়ের ছেলে নাগার্জুন, অভিনেতার ছেলে নাগা চৈতন্য, বৌমা শোভিতা ধুলিপালা ৷ তেলুগু সুপারস্টার তথা আক্কিয়েনি নাগেশ্বর রাওয়ের ছেলে নার্গাজুন এক্স হ্যান্ডেলে (টুইটার) ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদিকে ৷ নাগার্জুন উল্লেখ করেন, বাবার কর্মকাণ্ড তথা অবদানের যে স্বীকৃতি মোদি দিয়েছেন তা অনস্বীকার্য ৷
In 2024, we marked the birth centenary of greats such as Raj Kapoor Ji, Mohammed Rafi Sahab, ANR Garu and Tapan Sinha Ji. #MannKiBaat pic.twitter.com/8yL0xvwJwE
— Narendra Modi (@narendramodi) December 29, 2024
অভিনেতা লেখেন, "ভারতীয় সিনেমায় আক্কিয়েনি নাগেশ্বরা রাওয়ের (বাবার) দূরদৃষ্টি ও অবদান পরবর্তী প্রজন্মও মনে রাখবে ৷ প্রধানমন্ত্রীর মুখে বাবার প্রশংসা আমাদের পরিবার ও অনুরাগীদের কাছে অমূল্য ৷" নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "অসংখ্য ধন্যবাদ শ্রী মোদি জি ৷ আপনার কাছ থেকে এই প্রশংসা পাওয়া আমাদের পরিবারের কাছে স্পেশাল ৷"
Thank you, Hon’ble Prime Minister shri @narendramodi ji, for honoring my father, ANR Garu, on his centenary year alongside such iconic legends. 🙏
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) December 29, 2024
His vision and contributions to Indian cinema continue to inspire generations, and this recognition means the world to our family and… https://t.co/PK0kah9gHT pic.twitter.com/Yh5QSYm4cA
মন কী বাত অনুষ্ঠানে মোদি বলেন, "সিনেমা ও বিনোদন জগতের সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের অভিনন্দন জানাতে চাই ৷ প্রত্যেকে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার অন্যতম কারিগর ৷ 2024 সালে আমরা অনেক ব্যক্তিত্বের 100তম জন্মবার্ষিকী উদযাপন করছি ৷ এঁনারা প্রত্যেকে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি এনে দিয়েছেন ৷"
এরপর মোদি বলেন, "সিনেমার মধ্য দিয়ে ভারতের এক শক্তি প্রকাশ করেছেন রাজ কাপুর জি ৷ রফি সাহেবের গলার ছিল ম্যাজিক যা দেশবাসীর মন ছুঁয়ে গিয়েছে ৷ রোমান্টিক গান হোক বা দুঃখের গান ও ভক্তিগীতি, রফির সাহেবের কণ্ঠে প্রতিটা আবেগ ধরা পড়েছে ৷"
এরপর তিনি প্রশংসা করেন আক্কিয়েনি নাগেশ্বর রাও গারুর(জি) ৷ প্রধানমন্ত্রী বলেন, "আক্কিয়েনি নাগেশ্বর রাও গারু তেলুগু সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন ৷ তাঁর সিনেমা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মূল্যকে বহন করে ৷" পাশাপাশি মোদির ভাষণে উঠে আসে সিনেমা জগতে পরিচালক তপন সিনহার অবদানের কথা ৷ তিনি জানান, ভারতীয় সিনেমাকে উচ্চস্তরে নিয়ে যাওয়ায় তপন সিনহার মতো পরিচালকের অবদান অতুলনীয় ৷ প্রসঙ্গত, তপন সিনহা সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন 'কাবুলিওয়ালা', 'আতঙ্ক', 'অতিথি', 'বাঞ্ছারামের বাগান', 'ঝিন্দের বন্দি', 'সাগিনা মাহাতো', 'এক ডক্টর কি মৌত'-এর মতো আইকনিক সিনেমা ৷