পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়ি আদালত থেকে পলাতক আসামি, পুলিশের ভূমিকায় প্রশ্ন - ACCUSED ABSCONDS FROM COURT

ফের শিলিগুড়ি মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালতে আনার পথে পলাতক আসামি ৷ পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন ৷

Siliguri Subdistrict Civil and Criminal Court
শিলিগুড়ি মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 6:42 PM IST

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি: ফের প্রশ্নের মুখে শিলিগুড়ি আদালতের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ৷ শিলিগুড়ি আদালত থেকে পলাতক অভিযুক্ত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। তবে বারবার আদালত চত্বর থেকে এইভাবে অভিযুক্ত ও আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এসিপি রবীন থাপা বলেন, "কীভাবে অভিযুক্ত পালিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজও যাচাই করে দেখা হচ্ছে ।"

শনিবার শিলিগুড়ি মহকুমা দেওয়ানী ও ফৌজদারি আদালতে পুলিশের হেফাজত থেকে পালায় ওই আসামী। পুলিশ সুত্রে খবর, খড়িবাড়ি থানা থেকে আসামী নিয়ে এসে আদালতের লক-আপে ঢোকানোর সময়ই ঘটে গন্ডোগোল। সেখান থেকেই পুলিশের হাত ছিনিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত বিকাশ কার্কীকে শুক্রবার গ্রেফতার করে। মদ খেয়ে ঝামেলার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। ভারতীয় ন্যায় সংহিতায় 292 ধারায় মামলা রজু করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।

শিলিগুড়ি আদালত থেকে পলাতক আসামি (ইটিভি ভারত)

পুলিশ সুত্রে খবর, মদ খেয়ে সাধারণ মানুষদের হেনস্থা করার অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল বিকাশকে। নিয়মমাফিক শনিবার খড়িবাড়ি থানা থেকে বিকাশ-সহ অন্যান্য মামলায় অভিযুক্ত আট জন আসামির কাগজ নিয়ে হাজির হয় শিলিগুড়ি মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালতে। কিন্তু আদালতের ঢোকানোর সময় জেলে 7 জন আসামিকে মেলে। উধাও হয়ে যায় বিকাশ। আশেপাশেও বিকাশের কোন খবর নেই। তখনই টনক নড়ে প্রশাসনের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি রবীন থাপা, ত্রিদীপ সাহা, নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন-সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হয় আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ।

পুলিশের ভূমিকায় প্রশ্ন (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, তিন মাস আগেই আদালতে হাজির করার সময় পালিয়ে যায় এক বিচারাধীন বন্দি। যদিও তাকে পরে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ। গত বছরের অক্টোবর মাসেও পুলিশের হাত ছিনিয়ে পালিয়ে যায় এক বিচারাধীন বন্দি। পরে তাকে আদালতের বাইরে থেকেই স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে ধরা হয়।

ABOUT THE AUTHOR

...view details