কলকাতা, 22 অগস্ট: ধর্ষণ বন্ধে কড়া আইন প্রণয়নের দাবি ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে 50 দিনের মধ্য়ে ধর্ষকদের শাস্তি দেওয়ারও দাবি করেছেন 'তৃণমূল সেনাপতি'। আরজি করের ঘটনার পরেই তা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 14 অগস্ট রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর নিয়েও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলেন। তারপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অভিষেক। সেই সময়ও পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছিলে ৷ তবে সেটাই শেষবার। এরপর দীর্ঘ নীরবতা। দলের তরফ থেকে কেউ কেউ এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই সক্রিয় হওয়ার অনুরোধ করেছিলেন। অবশেষে ফের নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিষেক।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "গত 10 দিনে আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, ঠিক তখনওএকের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ভারতের বিভিন্ন প্রান্তে 900 জনকে ধর্ষণ করা হয়েছে ৷ প্রতিদিন গড়ে 90টি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে ৷ অর্থাৎ প্রত্যেক ঘন্টায় চারটি এবং প্রত্যেক 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। অথচ এতকিছু সত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান এখনও পর্যন্ত বার করা যায়নি।"