বিজয়কৃষ্ণের বাড়িতে অভিজিৎ ময়না, 6 এপ্রিল: ময়নার বিজেপি বুথ সভাপতির খুনের মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্ট এনআইএকে 15 দিনের মধ্যে তদন্তভার গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ৷ আদালতের সেই নির্দেশের পরেই নিহত বিজেপি নেতার বাড়িতে উপস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে গিয়ে নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি ৷ ভোট মিটলে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি ৷
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বিজয়কৃষ্ণের খুনের সুবিচার হবে বলে মনে করছে, তাঁর পরিবার ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে রাজ্য পুলিশের তদন্তে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ ওই মামলায় তিনি জাতীয় তদন্তকারী সংস্থাকে যুক্ত করতে বলেন ৷ সেই মতো বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মামলায় সামিল আইনজীবীরা একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করছিলেন, এনআইএকে সামিল করার অনুমতি দিতে ৷
কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রক সেই আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ ৷ আর তারপরেই শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত 15 দিনের মধ্যে এনআইএকে মামলা গ্রহণ করতে ও 24 এপ্রিলের মধ্যে এ নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন ৷ প্রসঙ্গত, কোনও মামলায় এনআইএ-র তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন হয় ৷ সেই ছাড়পত্রই এতদিন দিচ্ছিল না কেন্দ্র ৷ তাই এবার কলকাতা হাইকোর্ট সরাসরি নির্দেশ জারি করে 15 দিনের মধ্যে তদন্তভার নিতে বলেছে এনআইএকে ৷
হাইকোর্টের নির্দেশের পরে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজয়কৃষ্ণ ভুঁইয়ার বাড়িতে গিয়েছিলেন শুক্রবার ৷ প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের করুণ দশার কথা তুলে ধরেন বিজয়কৃষ্ণের স্ত্রী ৷ তাঁর ছেলের জন্য যদি কোনও চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়, সেই অনুরোধও করেছেন তিনি ৷ পরিবারের আর্থিক দুরাবস্থা দেখে, নির্বাচনের পর বিজয়কৃষ্ণের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ৷ পাশাপাশি, বিজয়কৃষ্ণের মেয়ে দাবি করেছেন, তাঁর বাবার মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের যেন চরম শাস্তির ব্যবস্থা হয় ৷
- বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের
- সন্দেশখালির ছায়া বাসন্তীতে ! তৃণমূল নেতার বিরুদ্ধে জমি কেড়ে ভেড়ি তৈরির অভিযোগ