পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর সঙ্গে যোগাযোগ, 4 তৃণমূল কাউন্সিলরের ফুলবদলের আশঙ্কা আইপ্যাকের - Lok Sabha Elections 2024 - LOK SABHA ELECTIONS 2024

ভোটের মুখে ফের শাসকদলে ভাঙন ধরাতে চলেছেন শুভেন্দু? লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই দক্ষিণ কলকাতার চার তৃণমূল কাউন্সিলর যোগাযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এমনই তথ্য হাতে পেয়ে তৃণমূলকে সতর্ক করল আইপ্যাক।

Etv Bharat
তৃণমূলের চার কাউন্সিলর যোগাযোগ করেন রাজ্য বিরোধীদলনেতার সঙ্গে।

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 6:08 PM IST

Updated : Mar 23, 2024, 6:16 PM IST

কলকাতা, 23 মার্চ:ভোটের মুখেই ফের ফুল বদলের খেলা! মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফের ভাঙন ধরাতে চলেছেন শুভেন্দু অধিকারী? দক্ষিণ কলকাতার চার তৃণমূল কাউন্সিলরকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে গোটা বিষয়টা ইতিমধ্যেই জানতে পেরেছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। তারা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে সে কথা জানিয়েও দিয়েছে।

লোকসভা ভোটের দামামা বেজে উঠতেই দক্ষিণ কলকাতার চার তৃণমূল কাউন্সিলর যোগাযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। পদ্ম শিবিরে যোগদান সম্পর্কিত আলোচনায় শুভেন্দুর সঙ্গে বৈঠকেও বসতে চেয়েছেন তাঁরা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর ওই চার কাউন্সিলর যোগাযোগ করেন বিরোধী দলনেতার সঙ্গে।

জানা গিয়েছে, ওই চার কাউন্সিলর বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশও করেছেন। কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব তরফে জানানো হয় যোগদান সংক্রান্ত বিষয়ে রাজ্য স্তরে একটি কমিটি গড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। ওই কমিটির মাথায় বসানো হয়েছে শুভেন্দুকে। তাই এই সংক্রান্ত বিষয় তাঁর কাছেই আবেদন জানাতে হবে। তারপর সেই কমিটি যোগদানের আবেদন খতিয়ে দেখে অনুমোদনের জন্য পাঠাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে। তাঁর সম্মতির পরই যোগদান সম্ভব হবে।

যাঁদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে তাঁরা কলকাতার সংযুক্ত এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। এর মধ্যে আছেন তৃণমূলের দুই প্রবীণ কাউন্সিলরও। এছাড়া আরও দুই মহিলা কাউন্সিলরও আছেন এই তালিকায়। তার মধ্যে একজন জিতেছেন দু'বার। সূত্রের দাবি, ইতিমধ্যে ওই চার কাউন্সিলর নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক সেরে নিয়েছেন।

বিজেপির আরও একটি সূত্রের দাবি, ওই চার কাউন্সিলর নিজেদের অনুগামী ও কয়েক হাজার কর্মী-সমর্থককে নিয়ে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে চাইছেন। ঘটনাচক্রে, বর্তমানে দক্ষিণ কলকাতা ও সংযুক্ত এলাকায় বিজেপির একজনও কাউন্সিলর নেই। ফলে এই যোগদান সম্পূর্ণ হলে লোকসভায় যেমন পদ্ম শিবিরের কর্মী বল বাড়বে তেমনই কলকাতা কর্পোরেশনেও শক্তি বৃদ্ধি পাবে ।

দুই প্রবীণ কাউন্সিলরর দাবি, দলের পুরনো সৈনিক হলেও চিরকালই তাঁরা বঞ্চিত। সম্প্রতি দক্ষিণ কলকাতার নির্বাচনী কমিটির ঘোষণা হলে দেখা যায় তা থেকে কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য তারক সিংয়ের নাম বাদ পড়েছে ৷ এর পর তিনি প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। পরে তারক সহ অন্য কাউন্সিলরদের ক্ষোভের আঁচ পেয়ে দক্ষিণের সব কাউন্সিলরদের কমিটিতে জায়গা করে দেন জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। তবে কমিটিতে জায়গা পেলেও ওই প্রবীণ দুই কাউন্সিলরের ক্ষোভ এখনও কমেনি।

তৃণমূল সূত্রে খবর, চার কাউন্সিলর কোথায় বৈঠক করেছেন, কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কী কথা হয়েছে-- সব তথ্যই আইপ্যাকের তরফে তৃণমূল নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে। এই ঘটনার পর ওই চার কাউন্সিলর সহ বেশ কয়েকজনের উপর দলের তরফে বিশেষ নজরদারি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের খাস তালুক দক্ষিণ কলকাতায় ভোটের মুখে চার কাউন্সিলর দল বদল করলে দলীয় কর্মী আর সাধারণ মানুষের মনে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় দলকে উপযুক্ত পদক্ষেপ করতে পরামর্শ দিয়েছে আইপ্যাক।

আরও পড়ুন:

চার জেলায় নতুন জেলাশাসক নিয়োগ কমিশনের, শুরু প্রথম দফার ভোটের কাজও

শাহজাহানের মতো পরিণতি হবে ফিরহাদের, গার্ডেনরিচ-কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর

পুরোহিত সার্টিফিকেট দিলেই নাগরিকত্ব পাবেন শরণার্থীরা, মন্তব্য শুভেন্দুর

Last Updated : Mar 23, 2024, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details