করিমপুর, 3 ফেব্রুয়ারি:সরস্বতী ঠাকুর দেখে বাইকে করে ফিরছিলেন চার বন্ধু ৷ তাঁরা একটি বাইকে ছিলেন ৷ রবিবার ভোর রাত নাগাদ নদিয়ার করিমপুর থানার কানাইখালিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে ৷ চার জনেরই মৃত্যু হয় ৷ স্থানীয়দের দাবি, সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন ৷
পুলিশ সূত্রে খবর, একটি মোটরবাইকে ওই 4 জন বাড়ি ফিরছিলেন। সেই সময় কানাইখালি এলাকায় তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান চার বন্ধু। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে আসে। চার জনকেই উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক ৷ অন্য দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার খানিক পরই তাঁদেরও মৃত্যু হয় ৷