পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মত্ত অবস্থায় একই বাইকে চার বন্ধু, নদিয়ায় গতির বলি সকলেই - BIKE ACCIDENT AT NADIA

সরস্বতী পুজো দেখে একই বাইকে 4 বন্ধু বাড়ি ফিরছিলেন ৷ নদিয়ায় করিমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি দোকানে ধাক্কা মারে ৷

BIKE ACCIDENT AT NADIA
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2025, 12:15 PM IST

করিমপুর, 3 ফেব্রুয়ারি:সরস্বতী ঠাকুর দেখে বাইকে করে ফিরছিলেন চার বন্ধু ৷ তাঁরা একটি বাইকে ছিলেন ৷ রবিবার ভোর রাত নাগাদ নদিয়ার করিমপুর থানার কানাইখালিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে ৷ চার জনেরই মৃত্যু হয় ৷ স্থানীয়দের দাবি, সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন ৷

পুলিশ সূত্রে খবর, একটি মোটরবাইকে ওই 4 জন বাড়ি ফিরছিলেন। সেই সময় কানাইখালি এলাকায় তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান চার বন্ধু। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে আসে। চার জনকেই উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক ৷ অন্য দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার খানিক পরই তাঁদেরও মৃত্যু হয় ৷

মৃত চার জনের নাম সুমন মণ্ডল, তন্ময় বিশ্বাস, দীপ মণ্ডল এবং মণীশ বিশ্বাস। তাঁদের আনুমানিক বয়স 18-20 ৷ মৃতরা সকলেই নদিয়ার আসাতুল্লানগরের বাসিন্দা ৷ সরস্বতী পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার চার জনের দেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চার যুবক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ চার জনেই একই বাইকে তীব্র গতিতে আসছিলেন। ঘন কুয়াশার জেরে সম্ভবত দেখতে পাননি তাঁরা ৷ তাই নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে ৷ আর তাতেই ঘটে ভয়ংকর দুর্ঘটনা।

ABOUT THE AUTHOR

...view details