পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের ভুল করে বাংলাদেশের জলসীমায় 2 ভারতীয় ট্রলার, আটক 30 মৎস্যজীবী - BANGLADESH DETAINS INDIAN FISHERMEN

ফের ভুল করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ল 2টি ভারতীয় ট্রলার ৷ 30 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে ওপার-বাংলার নৌবাহিনী ৷

ETV BHARAT
ফের ভুল করে বাংলাদেশের জলসীমায় 2 ভারতীয় ট্রলার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 12:31 PM IST

কাকদ্বীপ, 20 অক্টোবর: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফের ভুল করে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন ! দুটি ট্রলার-সহ 30 জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশি নৌবাহিনী । তাঁরা বর্তমানে রয়েছেন ওপার-বাংলার সংশোধনাগারে ৷ তাঁদের ফিরিয়ে আনতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা ৷

গত 12 তারিখে এফবি অভিজিৎ এবং এফবি নারায়ণ নামে দুটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দেয় । মাছ ধরতে ধরতে ভুল করে ভারতীয় জলসীমা পেরিয়ে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়ে মৎস্যজীবীদের ট্রলার দুটি । বিষয়টি বাংলাদেশের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে ৷

ট্রলার দুটিতে ভারতীয় পতাকা দেখতে পেয়ে, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্ট গার্ড । খুলনার মংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাঁদের আটক করা হয় । পরে মংলা থানার পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয় । মৎস্যজীবীদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করে মংলা থানার পুলিশ । শুক্রবার তাঁদের বাংলাদেশের বাগেরহাট আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক ৷ বর্তমানে বাগেরহাট সংশোধনাগারে তাঁদেরকে রাখা হয়েছে ।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে । আতঙ্কিত হয়ে পড়েছেন ধৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা । এ বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, "মাছ ধরার সময় ভুল করে দুটি ট্রলার ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল ৷ এরপর তারা বাংলাদেশের নৌবাহিনীর হাতে ধরা পড়ে ৷ আদালতে পেশ করলে ভারতীয় মৎস্যজীবীদের বাগেরহাট সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয় ৷ প্রশাসনিকভাবে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে । জেলাশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে ৷ খুব শীঘ্রই তাঁরা ফিরে আসবেন ।"

উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার অভিযোগে 31 জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details