গঙ্গাসাগর, 12 জানুয়ারি: গঙ্গাসাগর মেলায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন ভিন্ন রাজ্যের দুই পুণ্যার্থী । পাশাপাশি ক্যানিংয়েরও এক বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে রড়েন ৷ তাঁদের চিকিৎসার জন্য রবিবার তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হল কলকাতায় । বর্তমানে তাঁরা এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিহারের পটনা থেকে গঙ্গাসাগরে এসেছিলেন বাসন্তী কউর নামে 55 বছরের এক প্রৌঢ়া ৷ রবিবার সকাল 10:50-এ হঠাৎই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ চত্বরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । এরপর চিকিৎসার জন্য অসুস্থ ওই প্রৌঢ়াকে নিয়ে আসা হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের অস্থায়ী হাসপাতালে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা ৷ তখনই তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওই প্রৌঢ়াকে নিয়ে আসা হয় কলকাতায় ৷ কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে ।
গঙ্গাসাগরে অসুস্থ পুণ্যার্থীদের উড়িয়ে আনা হল কলকাতায় (নিজস্ব ভিডিয়ো) চিকিৎসক মহল সূত্রে খবর, গঙ্গাসাগর মেলা চত্বরে হঠাৎই হার্ট অ্যাটাক হয় ওই প্রৌঢ়ার ৷ সেই কারণে তড়িঘড়ি জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন পটনার পুণ্যার্থী ৷
গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় আনা হচ্ছে অসুস্থ পুণ্যার্থীদের (নিজস্ব চিত্র) এছাড়াও রবিবার দুপুরে গঙ্গাসাগর মেলায় আসা উত্তরপ্রদেশের এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন ৷ আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ ৷ তাঁর নাম ঠাকুর দাস ৷ তাঁকেও তড়িঘড়ি জরুরি পরিষেবার মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয় । পাশাপাশি ক্যানিংয়ের উত্তর তালদিঘির বাসিন্দা 85 বছরের এক বৃদ্ধাকেও উড়িয়ে আনা হয় কলকাতায় ৷ তিনি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকেও এমআর বাঙুর হাসপাতালে রেফার করা হয় ৷
গঙ্গাসাগরে অসুস্থ পুণ্যার্থীদের আনা হল কলকাতায় (নিজস্ব চিত্র) এই বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের সব রকম সুবিধা দিতে প্রস্তুত জেলা প্রশাসন । জরুরি ক্ষেত্রে পুণ্যার্থীদের চিকিৎসা ব্যবস্থার সুবিধার্থে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সমিত গুপ্তা বলেন, "গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতি বছর বিশেষ ব্যবস্থা করা হয় । যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়েন, তাঁদেরকে দ্রুত স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয় প্রতি বছর ৷ এ বছরও সেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা রয়েছে ।"