কলকাতা, 22 মে:পুলিশি হেনস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের তিন কর্মী ৷ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় মঙ্গলবার এই তিন কর্মীকে জামিন দিয়েছিল ব্যাঙ্কশাল কোর্ট ৷ জামিন পাওয়ার পরই বুধবার পুলিশি হেনস্থার অভিযোগ তুললেন রাজ্যপালের ওএসডি এসএস রাজপুত-সহ আরও দুই কর্মী কুসুম ছেত্রী, সন্ত লাল ৷
রাজভবনের ঘটনায় অভিযোগকারিনী মহিলার বয়ানের ভিত্তিতে এই তিন কর্মীর বিরুদ্ধে 15 মে মামলা রুজু করে কলকাতা পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341 এবং 166 ধারায় মামলা রুজু করা হয় ৷ সেইসঙ্গে রবিবার সিআরপিসি 41-এ নোটিশ দিয়ে তাঁদের তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ সেদিন হাজিরা না দেওয়ায় মঙ্গলবার তাঁদের হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ দেয় কলকাতা পুলিশ ৷ তবে হাজিরা এড়িয়ে ব্যাঙ্কশাল কোর্টে আগাম জামিনের আবেদন জানান এই তিন কর্মী ৷ তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ৷ 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত ৷