মেষ : আপনার প্রবল উদ্যম সঙ্গীকে আনন্দিত ও বিস্মিত করবে । আজ আপনার উৎসাহ ও উদ্যমে তিনি অবাক হয়ে যাবেন । আজকে আপনি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে আর্থিক বিষয়গুলি দেখবেন । আর্থিক বিষয় সম্বন্ধে আপনি কোনও ভালো খবর পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবেন, যা কিনা আপনার মুখে হাসি এনে দেবে । এর ফলে প্রাত্যহিক কাজকর্মগুলি আপনি আরও ভালো করে করতে পারবেন ৷ ফলে আপনার আরও বেশি দায়িত্ব নেওয়ার ইচ্ছা হবে । কর্মক্ষেত্রে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন ।
বৃষ : ব্যক্তিগত দিক থেকে আজকে খুব ভালো দিন । সন্ধ্যাবেলা আপনি প্রিয়তমের সঙ্গে ঘুরতে যাবেন । শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন । এখনও পর্যন্ত করে না থাকলে, আজ করুন । ভাগ্য আপনার সহায় থাকার ফলে আপনি আপনার অর্থ কয়েকগুণ বাড়াতে পারবেন । নতুন ধারণা ও ভাবনাচিন্তা নিয়ে কাজ করার জন্য দিনের দ্বিতীয় ভাগ ভালো হবে ।
মিথুন : প্রেমের ক্ষেত্রে আজ খুব ভালো দিন । আর্থিক দিক থেকে আজ আপনি স্বচ্ছন্দে থাকবেন । আজ যে বিনিয়োগ করবেন তা আপনার ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলবে । এছাড়াও, ভবিষ্যতের বিনিয়োগের ক্ষেত্রে জমি-জমা আপনার জন্য সবথেকে ভালো উপায় । আপনার মনে হবে যে ওপরওয়ালারা আপনার কাজ নিয়ে সন্তুষ্ট নন । কিন্তু সেই নিয়ে চাপ নেবেন না । আজকে আপনার আপোস-আলোচনার ক্ষমতা কম থাকবে, কাজেই মিটিংগুলি এড়িয়ে চলাই ভালো ।
কর্কট : আজকে আপনি আর্থিক বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত থাকবেন । আপনার মাথা-মন হয়ত বিবাদমান থাকবে ও সহজে একে অন্যের সঙ্গে সহমত হবে না । আপনাকে নতুন লাইনে ভাবনাচিন্তা করতে হবে । কিন্তু আপনি আজকে সক্রিয় ও একাগ্র চিত্তে থাকবেন । কাজেই কিছু বিষয় নিয়ে আপনি হয়ত গবেষণা ও বিকাশমূলক কাজ করতে চাইবেন । গভীরভাবে গবেষণা করার ফলে আপনি হয়ত অনেক নতুন তথ্য আবিষ্কার করবেন । ভবিষ্যতের ব্যবহারের জন্য এই তথ্যগুলি গুছিয়ে রেখে দিন ।
সিংহ : গ্রহগুলি যেহেতু আপনার অনুকূলে আছে, আজকে আপনি কিছু আর্থিক লাভ প্রত্যাশা করতে পারেন । নিজের আর্থিক অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন । নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন । আজকে আপনি কথা বলার মেজাজে থাকবেন । কাজেই আপনি হয়ত আপনার আশেপাশের সবাইকে উপদেশ দিতে চাইবেন । আপনি যা বলবেন তা নিয়ে সতর্ক থাকুন, কেননা সবাই হয়ত আপনার উপদেশ ভালোভাবে গ্রহণ করবে না । কাউকে নিয়ে আপনি বিরক্ত হয়ে পড়িতে পারেন, যার ফলে আপনার কিছু মানসিক চাপ হতে পারে ।
কন্যা : আজকে যদিও আপনার জীবনে কোনও গুরুত্বপূর্ণ বদল ঘটবে না ৷ কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে সবকিছু আগের সপ্তাহ থেকে ভালো কাটবে । এই সপ্তাহে প্রেমের ব্যাপারে এই উন্নতি আপনাকে মানসিক শান্তি দেবে । আপনি আপনার খরচ নিয়ন্ত্রণে রাখবেন এবং কোনও পরিস্থিতিতেই নিজের বাজেট ছাড়িয়ে যাবেন না । আপনি আর্থিক বিষয় নিয়ে অহংকার করবেন না ও আপনার সঞ্চয় নিয়ে ঝোঁক দেখাবেন না ।