জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর:মুখে কালসিটে দাগ ৷ সঙ্গে মুখে গ্যাজলা । পা ওড়না দিয়ে বাঁধা । আরজি কর-কাণ্ডের আবহে মেঝে থেকে যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য । মঙ্গলবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি থানা এলাকায় । মৃত যুবতীর বয়স 25 বছর । যুবতীর দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পরেই মৃত যুবতীর পিসি তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ । স্থানীয়দের চেষ্টায় পিসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ বলেন, "যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । আমরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে । তাঁর পিসিও আত্মহত্যার চেষ্টা করেছিল ।"