দুর্গাপুর, 19 জানুয়ারি: বন্ধ কারখানা ৷ সেই কারখানার আবাসন থেকে উদ্ধার দুই শ্রমিকের দেহ ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসায় ৷ দুই শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
জানা গিয়েছে, দু'জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ কারখানায় কাজের জন্য এসেছিলেন ৷ চলতি মাসের 8 তারিখ থেকে বামুনারা শিল্পতালুকের কারখানাটি বন্ধ হয়ে যায় ৷ কিন্তু, তারপরও কারখানার আবাসনেই থাকতেন কয়েকজন শ্রমিক ৷ রবিবার সকালে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহ হয় ৷ দরজা ভেঙে ঘরে ঢুকতেই অন্য শ্রমিকরা দেখেন বিছানায় পড়ে রয়েছে দু'জনের দেহ ৷
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাঁকসা থানায় ৷ পুলিশ এসে দেহ দুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠায় । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতদের নাম ত্রিভুবন ঠাকুর এবং জ্ঞানী বর্মা ৷ আবাসনে আরও অনেক শ্রমিক রয়েছেন ৷ কীভাবে দুই শ্রমিকের মৃত্যু হল ? এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷
মৃত ত্রিভুবন ঠাকুরের সম্পর্কে ভাই ধনঞ্জয় শর্মা বলেন, " শনিবার রাতেও একসঙ্গে সকলে খাবার খাই ৷ খাবার খাওয়ার পর পাশের ঘরে ঘুমোতে চলে যাই ৷ দু'জনে সুস্থই ছিলেন ৷ এদিন কী করে এই ঘটল, তা জানি না ৷" তিনি আরও বলেন, "সকালে আমরা সকলে চা খেতে যাই ৷ ঘুরে এসে তাঁদেরকে ডাকাডাকি করি ৷ কিন্তু, কেউ সারা দেননি ৷ এরপর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি এই অবস্থা ৷"