রায়গঞ্জ, 4 মার্চ: বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের । মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মিরুয়ালের বিএসএফ ক্যাম্পের 3 নং গেট এলাকায় । মৃত দুই যুবকের নাম আলপন সোরেন (25) ও পরেশ মার্ডি । এর মধ্যে আলপনের বাড়ি রায়গঞ্জের ছটপড়ুয়ার মিশনমোড় এলাকায় । পরেশ মার্ডির বাড়ি মহেশপুর এলাকায় । রবিবার রাত 9টা নাগাদ এই দুর্ঘটনার পর দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলপন সোরেন ও পরেশ মার্ডি দুই বন্ধু ৷ রবিবার রাতে একটি মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন । তাঁদের মোটর বাইকটি রায়গঞ্জের মিরুয়ালের বিএসএফ ক্যাম্পের 3 নং গেট এলাকায় যাওয়ার সময় কালিয়াগঞ্জ থেকে একটি বাস রায়গঞ্জের দিকে আসছিল ৷ সেই সময় তাঁদের বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আলপন ও পরেশের ।
বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে 2 বন্ধুর মৃত্যু - Road accident
Raiganj Road Accident: বাইকে করে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু ৷ হঠাৎ বাসের ধাক্কা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল দু'জনের ৷
Published : Mar 4, 2024, 11:18 AM IST
|Updated : Mar 4, 2024, 1:43 PM IST
খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ । মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল মণ্ডল বলেন, "স্থানীয় এক ব্যক্তি আমাকে ফোন করে জানায় মিরুয়ালের বিএসএফ ক্যাম্পের 3 নং গেটের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে । সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে এসে দেখি দুই যুবক মৃত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানা নেই দু'জনকেই আমি চিনি । আলপন সোরেন প্রাইভেট গাড়ি চালায় । তবে পরেশ মার্ডি কী কাজ করে আমার জানা নেই ।"
আরও পড়ুন :