দার্জিলিং, 20 ফেব্রুয়ারি:টানা পাঁচদিনের আন্দোলনের শেষে স্বস্তি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে বেতন 10 শতাংশ বৃদ্ধি হয়েছে। আর নির্দেশিকা জারি হতেই স্বস্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত ওই নির্দেশিকা জারি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত বলেন, "মঙ্গলবার আন্দোলনের পর উপাচার্য অস্থায়ী কর্মীদের বেতন রাজ্য সরকারের ঘোষিত 10 শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি দু'বছরের 6 শতাংশ এরিয়ার-সহ দেওয়া হবে কি না, তা পরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।" সারা বাংলা তৃণমূল কংগ্রেস শিক্ষাবন্ধু সমিতির আহ্বায়ক রঞ্জিত রায় বলেন, "টানা আন্দোলনের ফল পেলাম আমরা। সোমবার রাত পর্যন্ত আমাদের আন্দোলন চলেছিল। রাতে আমাদের জানানো হয় রাজ্য সরকারের 10 শতাংশ বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করা হবে। তারপরেই আমরা আন্দোলন প্রত্যাহার করি।"
সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা ৷ যার জেরে রীতিমতো অচলাবস্থার সৃষ্টি হয় । ব্যাহত হয় প্রশাসনিক কাজ । সকাল থেকে রাত পর্যন্ত চলে বিক্ষোভ ৷ বেতন বৃদ্ধি না-হলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন সারা বাংলা তৃণমূল কংগ্রেস শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা । রাতে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা ৷ তবে আপাতত বেতন বৃদ্ধি হলেও বাকি 6 শতাংশ বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক ও অফিসারদের বেতন বৃদ্ধি করে 57 হাজার 700 টাকা করা হয়েছে । এছাড়া চুক্তিভিত্তিক, ক্যাসুয়াল, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন 10 শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছ। বিশ্ববিদ্যালয়ে প্রায় 450 জন অস্থায়ী কর্মী রয়েছে । কিছুটা হলেও বেতন বৃদ্ধি পাওয়ায় আপাতত স্বস্তিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা।
আরও পড়ুন:
- অস্থায়ী কর্মীদের বিক্ষোভে অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, ঘেরাও উপাচার্যকে
- শুধু ভূস্বর্গে নয়, এবার কেশর চাষ হবে বাংলার মাটিতেই; বাজিমাত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের
- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের প্রতিবাদ মিছিল আদিবাসী পড়ুয়াদের