বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: 'জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট', সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত শহরকে ভালোবেসে এই নামেই ডাকা হয় । ইংল্যান্ডের বিরুদ্ধে সেই শহরেই 'জুয়েল' হয়ে উঠলেন যশস্বী জয়সওয়াল । ঝকঝকে ইনিংসে দেশকে ভরসাই যোগালেন না, ইতিহাসও গড়লেন । শোয়েব বশিরকে স্যুইপে ছয়-চার মেরে দ্বিশতরান করে বিনোদ কাম্বলি, সুনীল গাভাসকরের পাশেই নিজের নাম তুলে ফেললেন দেশের তরুণ ব্যাটার । রেকর্ডবুক বলছে, দেশের জার্সিতে তৃতীয় কনিষ্ঠ হিসেবে দ্বি-শতরানের গণ্ডি পেরলেন যশস্বী ।
ইংল্যান্ডের বোলারদের তুলোধনা করার যশস্বীর বয়স 22 বছর 77 দিন । সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির । ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে 1993 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কাম্বলি । সচিনের প্রাক্তন সতীর্থের তখন বয়স ছিল 21 বছর 32 দিন । দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ডাবলের রেকর্ড রয়েছে সুনীল মনোহর গাভাসকরের । দেশের এক সময়ের পোস্টার বয়ের প্রথম দ্বি-শতরানের সময় বয়স ছিল 21 বছর 277 দিন ।