পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বেঙ্গল প্রো টি-20 লিগে ঋদ্ধিমান, খেলবেন মেদিনীপুর উইজার্ডসের হয়ে - WRIDDHIMAN SAHA - WRIDDHIMAN SAHA

Wriddhiman Saha Returns to Bengal: বেঙ্গল প্রো টি-20 লিগ দিয়ে বাংলা ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে উইকেট-কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার ৷ সমস্ত মনোমালিন্য ভুলে ফের একবার বাংলা ক্রিকেটে ফিরছেন পাপালি ৷

ETV BHARAT
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক ঋদ্ধিমান সাহা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 6:11 PM IST

কলকাতা, 8 জুন: বেঙ্গল প্রো টি-20 লিগে অংশ নিচ্ছেন ঋদ্ধিমান সাহা ৷ মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলবেন তিনি ৷ শনিবার তাঁর বেঙ্গল প্রো লিগে অংশগ্রহণের বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ৷ অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ায়, পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস ৷ ইতিমধ্যে তারা সুদীপ চট্টোপাধ্যায়কে অধিনায়ক এবং ঈশান পোড়েলকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ৷ এরপর অভিমন্যু ঈশ্বরনের চোটের জন্য ছিটকে যাওয়ায়, ঋদ্ধিমান সাহার যোগদানে নিঃসন্দেহে শক্তি বাড়ল মেদিনীপুর উইজার্ডসের ৷ এই দলের মেন্টর লক্ষ্মীরতন শুক্লা ৷

2022 সালে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ অভিযোগ উঠেছিল, সিএবি-র উপর অভিমান করে বাংলা ছেড়ে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ৷ দেশের হয়ে চল্লিশটি টেস্টে প্রতিনিধিত্ব করা ঋদ্ধিমানের এই রাজ্য বদলে কম বিতর্ক হয়নি ৷ মাঝে রঞ্জি ট্রফিতে ত্রিপুরার হয়ে খেলেছেন ৷ আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া ৷

কয়েকদিন আগে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসে সস্ত্রীক উপস্থিত হন তিনি ৷ সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক করেন ঋদ্ধিমান এবং সৌরভ ৷ সেই বৈঠকের পরেই গুঞ্জন শুরু হয়, হয়তো ঋদ্ধি এবং সিএবি-র মধ্যে মনোমালিন্য মিটতে পারে ৷ সূত্রের খবর, সৌরভের সঙ্গে বৈঠকের পরেই বরফগলা শুরু হয় ৷ বোঝা গিয়েছিল নতুন মরশুমে ঋদ্ধিমানের ঘরে ফেরা সময়ের অপেক্ষা ৷

বেঙ্গল প্রো টি-20 লিগে ঋদ্ধিমান সাহা অর্ন্তভুক্তি প্রত্যাবর্তনেরই ছবি ৷ 1 জুন থেকে বেঙ্গল প্রো টি-20 লিগ শুরু হচ্ছে ৷ 28 জুন ফাইনাল ৷ 18 দিনের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে ৷ ছেলেদের খেলা হবে ইডেন গার্ডেন্সে ৷ মেয়েদের টুর্নামেন্টটা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে ৷

ABOUT THE AUTHOR

...view details