কলকাতা, 16 জুন: ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে দুই মেরুতে অবস্থান করছেন ঋদ্ধিমান সাহা এবং লক্ষ্মীরতন শুক্লা ৷ যেখানে ইডেন পিচকে মন্থর বলে জানালেন মেদিনীপুর উইজার্ডসের মার্কি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ৷ সেখানেই ইডেন পিচকে দরাজ সার্টিফিকেট দিলেন মেদিনীপুরের মেন্টর লক্ষ্মীরতন শুক্লা ৷ রবিবার বেঙ্গল প্রো টি20 লিগের প্রথম জয়ের পর, ইডেনের পিচ নিয়ে পুরোপুরি ভিন্ন মেরুতে বাংলা দলের একসময়ের সতীর্থ ৷
চর্চায় ইডেন গার্ডেন্সের মন্থর পিচ (ইটিভি ভারত) রবিবার দুপুরে বেঙ্গল প্রো টি20 লিগে মেদিনীপুর উইজার্ডস প্রথম জয় পেল ৷ 9 উইকেটে সুদীপ চট্টোপাধ্যায়ের মেদিনীপুর উইজার্ডস প্রতিপক্ষ কলকাতা টাইগার্সকে হারিয়েছে ৷ প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক পোড়েলের কলকাতা টাইগার্স 20 ওভারে 9 উইকেটে 120 রান করে ৷ অভিষেক পোড়েল 40 বলে 30 রান, সন্দীপ তোমর 25 বলে 21 রান করেন ৷ মেদিনীপুর উইজার্ডসের শ্রেয়ান চক্রবর্তী, বৈভব যাদব 2টি করে উইকেট নিয়েছেন ৷ জবাবে মেদিনীপুর উইজার্ডস ঋদ্ধিমান সাহার 22 বলে 36 রান এবং প্রিয়াংশু শ্রীবাস্তবের 54 রানের ইনিংসে 17.2 ওভারে জয়ের রান তুলে নেয় ৷
চলতি বেঙ্গল প্রো টি20 লিগে আলোচনার কেন্দ্রে ইডেনের বাইশ গজ ৷ অধিকাংশ দলই 120 রানের গণ্ডি পেরতে হিমশিম খাচ্ছে ৷ দুপুরে যেসব খেলা হয়েছে, সেখানে দলের সর্বোচ্চ স্কোর 123 রান ৷ এখনও পর্যন্ত সর্বোচ্চ দলগত স্কোর 141 রান হয়েছে ৷ টি20 টুর্নামেন্টে রানের বন্যার বদলে রানের খরা ৷ এই রান খরার জন্য ক্রিকেটাররা পিচকেই দায়ী করছেন ৷ ধীর গতির পিচে বল ব্যাটে সেভাবে আসছে না ৷ ফলে রান করতে সমস্যায় পড়তে হচ্ছে ৷ একই সুর শোনা গেল ঋদ্ধিমান সাহার মুখে ৷ তিনি বলছেন ক্রমাগত খেলা হওয়ায় পিচ ঠিকভাবে তৈরি করার সময় হয়তো পাওয়া যায়নি ৷ দুই ম্যাচে ব্যর্থতার পরে অবশেষে রান পেয়েছেন তিনি ৷ ঋদ্ধিমান বলছেন দলকে সাহায্য করাই তাঁর কাজ ৷ সেটা করতে পেরে ভালো লাগছে ৷
খেলার আরও খবর জানুন...
অন্য সুর লক্ষ্মীরতন শুক্লার গলায় ৷ মেদিনীপুর উইজার্ডসের মেন্টর তিনি ৷ ঋদ্ধিমান রান পাওয়ায় খুশি ৷ একইভাবে সুদীপ চট্টোপাধ্যায় এবং অভিষেক পোড়েলের প্রশংসা তাঁর মুখে ৷ লক্ষ্মী বলছেন, এই টুর্নামেন্ট নতুনদের অন্বেষণের টুর্নামেন্ট ৷ বাংলার ক্রিকেটের ভালো হবে এই প্রতিযোগিতায় ৷ তবে, পিচ খারাপ তা মানতে রাজি নন ৷ অন্যদিকে, শিলিগুড়ি স্ট্রাইকার্স হারল আজ রাঢ় টাইগার্সের কাছে হেরেছে ৷ অন্য ম্যাচে মুর্শিদাবাদ কুইন্স জিতল হারবার ডায়মন্ডসের বিরুদ্ধে ৷