ETV Bharat / state

বর্ষবরণের রাতে সুখবর ! থাকছে বাড়তি মেট্রো; পার্টিতে দেরি হলেও চিন্তা নেই - KOLKATA METRO

এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোর সময়ও । তবে ব্লু লাইন ছাড়া গ্রিন, অরেঞ্জ এবং পার্পেল লাইনে কোনও বদল আসবে না ।

Kolkata Metro Rail Service
বর্ষবরণের রাতে সুখবর ! থাকছে বাড়তি মেট্রো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 8:37 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: বর্ষবরণের রাতে সুখবর। বাড়ি ফেরার জন্য 9 টা 40 মিনিটেরও পরেও মিলবে পরিষেবা । যার জন্য লাগবে না বাড়তি ভাড়া । 31 ডিসেম্বর রাতে দু’দিক মিলিয়ে থাকছে আরও 6টি অতিরিক্ত মেট্রো। তবে সেসব ছাড়বে দক্ষিণেশ্বর থেকে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য থাকছে তিনটি নতুন মেট্রো ।

দক্ষিণেশ্বর থেকে 9.48 মিনিট, 10.03 মিনিট এবং 10.18 মিনিটে ছাড়বে কবি সুভাষ যাওয়ার জন্য মেট্রো । অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য মেট্রো ছাড়বে 09.55 মিনিট, 10.10 মিনিট এবং 10.25 মিনিটে । প্রতিটি মেট্রোর মধ্যে থাকবে 15 মিনিটের বিরতি ।

হাতে আর মাত্র দু’দিন ৷ তারপরই শেষ 2024। বর্ষবরণ উপলক্ষে একাধিক পরিকল্পনা থাকে শহরবাসীর। জেলা থেকেও বহু মানুষ শহরে এসে ছুটি কাটান। সারা শহর ঘুরে, পার্কস্ট্রিটের আলোকসজ্জা দেখতেও ভিড় জমান বহু মানুষ । কিন্তু বাড়ি ফেরার চিন্তা থাকে সকলের মনে । সেই চিন্তা কাটাতেই কলকাতা মেট্রো দশটার পরেও এই পরিষেবা চালু রাখছে । তবে এই তিনটে মেট্রোর পরেও 10.40 মিনিটে থাকছে আরেকটি মেট্রো । কিন্তু সেই মেট্রোতে উঠতে গেলে লাগবে বাড়তি দশ টাকা । তবে ব্লু লাইন ছাড়া গ্রিন, অরেঞ্জ এবং পার্পেল লাইনে কোনও বদল আসবে না ।

প্রসঙ্গত, আগামী বছরের প্রথমদিন অর্থাৎ 1 জানুয়ারি চলবে বাড়তি মেট্রো পরিষেবা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে । 1 জানুয়ারি বুঝবার । বছরের প্রথমদিনে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ব্লু লাইনে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা । ওইদিন সারাদিনে চলবে মোট 188টি (94 আপ ও 94 ডাউন) মেট্রো ।

পাশাপাশি এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোর সময়ও । ওইদিন ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 06:50 মিনিটে । দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10.35 মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:00 মিনিটে ।

আরও পড়ুন

কলকাতা, 29 ডিসেম্বর: বর্ষবরণের রাতে সুখবর। বাড়ি ফেরার জন্য 9 টা 40 মিনিটেরও পরেও মিলবে পরিষেবা । যার জন্য লাগবে না বাড়তি ভাড়া । 31 ডিসেম্বর রাতে দু’দিক মিলিয়ে থাকছে আরও 6টি অতিরিক্ত মেট্রো। তবে সেসব ছাড়বে দক্ষিণেশ্বর থেকে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য থাকছে তিনটি নতুন মেট্রো ।

দক্ষিণেশ্বর থেকে 9.48 মিনিট, 10.03 মিনিট এবং 10.18 মিনিটে ছাড়বে কবি সুভাষ যাওয়ার জন্য মেট্রো । অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য মেট্রো ছাড়বে 09.55 মিনিট, 10.10 মিনিট এবং 10.25 মিনিটে । প্রতিটি মেট্রোর মধ্যে থাকবে 15 মিনিটের বিরতি ।

হাতে আর মাত্র দু’দিন ৷ তারপরই শেষ 2024। বর্ষবরণ উপলক্ষে একাধিক পরিকল্পনা থাকে শহরবাসীর। জেলা থেকেও বহু মানুষ শহরে এসে ছুটি কাটান। সারা শহর ঘুরে, পার্কস্ট্রিটের আলোকসজ্জা দেখতেও ভিড় জমান বহু মানুষ । কিন্তু বাড়ি ফেরার চিন্তা থাকে সকলের মনে । সেই চিন্তা কাটাতেই কলকাতা মেট্রো দশটার পরেও এই পরিষেবা চালু রাখছে । তবে এই তিনটে মেট্রোর পরেও 10.40 মিনিটে থাকছে আরেকটি মেট্রো । কিন্তু সেই মেট্রোতে উঠতে গেলে লাগবে বাড়তি দশ টাকা । তবে ব্লু লাইন ছাড়া গ্রিন, অরেঞ্জ এবং পার্পেল লাইনে কোনও বদল আসবে না ।

প্রসঙ্গত, আগামী বছরের প্রথমদিন অর্থাৎ 1 জানুয়ারি চলবে বাড়তি মেট্রো পরিষেবা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে । 1 জানুয়ারি বুঝবার । বছরের প্রথমদিনে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ব্লু লাইনে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা । ওইদিন সারাদিনে চলবে মোট 188টি (94 আপ ও 94 ডাউন) মেট্রো ।

পাশাপাশি এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোর সময়ও । ওইদিন ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 06:50 মিনিটে । দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10.35 মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:00 মিনিটে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.